ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. এমএ মজিদের আন্তর্জাতিক পুরষ্কার লাভ

প্রকাশিত: ২৩:৩৬, ২৭ নভেম্বর ২০১৫

ড. এমএ মজিদের আন্তর্জাতিক পুরষ্কার লাভ

বাকৃবি সংবাদদাতাঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) সাবেক মহাপরিচালক ড. এমএ মজিদ ভারতের আন্তর্জাতিক পিল্লাই অ্যাকোয়াকালচার ফাউন্ডেশন (পিএএফ) পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় মৎস্যচাষ ও মৎস্যসম্পদের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. এমএ মজিদ ওই পুরষ্কারের জন্য মনোনিত হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ২০১৫ ভারতের মুম্বাইতে শুরু হতে যাওয়া সামাজিক উদ্যোক্তা তৈরিকরণ বিষয়ক ৩য় পিএএফ সম্মেলনে তাঁর হাতে ওই পুরষ্কার তুলে দেওয়া হবে বলে বিএফআরআই’র এক সংবাদ বিজ্ঞাপ্ততে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ড. এমএ মজিদ ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিএফআরআই’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর তত্ত্বাবধানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্যচাষের প্রায় ৪০টি প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবিত হয়। পরবর্তী সময়ে সেগুলো মৎস্যচাষীদেও মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি পায়। ড. এমএ মজিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন বিষয়ক সংস্থার (টঘওউঙ) জাতীয় বিশেষজ্ঞ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রেজিস্ট্রার ছিলেন।
×