ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে এক বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

প্রকাশিত: ২২:২০, ২৭ নভেম্বর ২০১৫

মাদারীপুরে এক বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ দীর্ঘ এক বছর ধরে রাজৈর উপজেলার কড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৯ জন ছাত্র-ছাত্রীর পাঠদান চলছে পার্শ্ববর্তী লখণ্ডা গ্রামের রবির বাজার দুর্গা মন্দিরের একচালা বারান্দায়। যার পাশে ডোবার পানি। বেঞ্চে বসলে পা রাখতে হয় পানি অথবা কাদায়। স্থানীয় প্রশাসন সবকিছু দেখেও বর্ষা মৌসুমে বন্যার পানিতে মন্দিরের বারান্দার মেঝে তলিয়ে যায়। বেঞ্চে বসলে পা রাখতে হয় পানিতে অথবা কাদায়। তারপরও একই জায়গায় গাদাগাদি করে বসে এভাবেই পাঠদান নিতে হচ্ছে। বিস্ময়কর হলেও সত্য যে, ৪ জন শিক্ষক একই জায়গায় পাশাপাশি বসে ৫টি শ্রেণীর ১৮৯ জন ছাত্রছাত্রীকে পাঠদান দিয়ে যাচ্ছেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শ্রীকান্ত— ঢালী জানান, নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হলেও আজও কোনো সুরাহা হয়নি। রাজৈর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান জানান, স্কুলটির নতুন ভবন নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
×