ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ২০:৪১, ২৭ নভেম্বর ২০১৫

ভোলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ফরিদপুরের হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অশোক সেনের ওপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ভোলা সদর রোডে হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ভোলা শাখা ও ভোলা জেলা পূজা উৎযাপন কমিটির আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই ২ সংগঠনের দুই শতাধিক সদস্যসহ বিভিন্ন পেশা শ্রেনীর লোক অংশ নেয়। বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভোলা শাখার আহবায়ক অবিনাশ নন্দির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক গৌরাঙ্গ দে, সদর উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি শান্ত ঘোষ,গৌতম কর্মকার, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভোলা শাখার সদস্য সচিব ধ্রব হালদার,সুমন কর্মকার, জয় দে, লক্ষন দাস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গত ৪ দিন আগে দুবৃত্তরা রাতের আধারে নির্মম ভাবে ফরিদপুরের হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অশোক সেনের ওপর হামলা করে কুপিয়ে মারতœক জখম করেছে। অথচ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয় নি। এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। পরে মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
×