ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমানের বহরে যুক্ত হলো ৫ম বোয়িং ‘মেঘদূত’

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ নভেম্বর ২০১৫

বিমানের বহরে যুক্ত হলো ৫ম বোয়িং ‘মেঘদূত’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ডনিউ ৫ম বোয়িং ৭৩৭-৮০০ (মেঘদূত) ২৪ নবেম্বর যুক্তরাষ্ট্রের সিয়াটলে বিমান কর্তৃপক্ষের কাছে সকল ডকুমেন্টসহ হস্তান্তর করা হয়েছে। ২৫ নবেম্বর স্থানীয় সময় রাত দশটায় এটিব সিয়াটল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আজ শুক্রবার দুপুর একটায় ‘মেঘদূত’ ঢাকায় এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ‘মেঘদূত’ কে নিয়ে বিমান বহরের উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৫টি। আগামী ডিসেম্বরের শেষভাগে বিমানের ৬ষ্ঠ বোয়িং ‘ময়ূরপঙ্খী বিমানবহরে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির ফলে ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়া রুটসহ আরও নতুন রুট চালু হবে। পূবে ২০১১সালে ‘পালকি ও অরুণ আলো’ নামে বিমানের ১ম ও ২য় বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান বহরে যুক্ত হয়। ২০১৪ সালে আকাশ প্রদীপ এবং রাঙা প্রভাত নামে বিমানের ৩য় ও ৪র্থ বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান বহরে যুক্ত হয়। উল্লেখ্য, নতুন প্রজন্মের সম্পূর্ণ নতুন ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং এয়ারক্রাফ্ট কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। -বিজ্ঞপ্তি জাতীয় উন্নয়নে কমিউনিটি রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ॥ তথ্যমন্ত্রী বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ট্রেনিং ওয়ার্কশপ অন ক্যাপাসিটি বিল্ডিং ফর কমিউনিটি রেডিও শীর্ষক কর্মশালা উদ্বোধনকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি বলেছেন, জাতীয় উন্নয়নে কমিউনিটি রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুবিধা বঞ্চিত জনগণের উন্নয়ন ও বিনোদনের মাধ্যমে কমিউনিটি রেডিও ইলেকট্রনিক মিডিয়ার গ্রামীণ দরিদ্র মানুষের প্রবেশাধিকার উন্মুক্ত করেছে। কমিউনিটি রেডিও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান ও সুস্থ বিনোদনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখছে। তথ্যমন্ত্রী আরো বলেন, কমিউনিটি রেডিওর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর চাহিদামাফিক অনুষ্ঠান তৈরি। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নের আরেকটি পদক্ষেপ হলো কমিউনিটি রেডিও। বর্তমান সরকার ১৬টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরও কমিউনিটি রেডিও অনুমোদন ও সম্প্রচারের অপেক্ষায়। -বিজ্ঞপ্তি
×