ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পহেলা ডিসেম্বর দেশব্যাপী মুক্তিযোদ্ধা দিবস পালনের আহ্বান

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ নভেম্বর ২০১৫

পহেলা ডিসেম্বর দেশব্যাপী মুক্তিযোদ্ধা দিবস পালনের আহ্বান

মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়-সামাজিক-আর্থিক মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানবোধ জাগানোর লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধা সংগঠনের সম্মিলিত উদ্যোগে বিগত বছরগুলোর মতো এ বছরও আগামী ১ ডিসেম্বর ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলায় ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালিত হবে। এবারের মুক্তিযোদ্ধা দিবসে শহীদদের পরিবারের সদস্যবৃন্দ এবং মুক্তিযুদ্ধে নির্যাতিতদের সমবেত করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। মুক্তিযোদ্ধাদের সমাবেশ-সাংস্কৃতিক অনুষ্ঠান, সকল জেলা-উপজেলায় স্কুলসমূহে জাতীয় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়ে তাদের স্মৃতিচারণ অনুষ্ঠান এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথাও তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধে শহীদদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগোডায় মুক্তিযুদ্ধে শহীদদের জন্য প্রার্থনা, সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধার বাসভবনে গিয়ে তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং জীবিত মুক্তিযোদ্ধাদের বাসভবনে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালিত হবে। মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুক হক ইনু এমপি বৃহস্পতিবার এক বিবৃতিতে আগামী ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করার জন্য সকল জেলা ও উপজেলায় দল-মত নির্বিশেষে মুক্তিযোদ্ধা, বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধি এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক-সামাজিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
×