ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশাল ভার্সিটির ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার

প্রকাশিত: ২১:২৬, ২৬ নভেম্বর ২০১৫

বরিশাল ভার্সিটির ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগামীকাল শুক্র শনিবার অনুষ্ঠিত হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম.ইমামুল হক জানান, ছয়টি অনুষদের ১৮টি বিষয়ের ১৩’শ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ২৭ হাজার ৫৭৪ শিক্ষার্থী। যা প্রতি আসনের বিপরীতে ২১ জন শিক্ষার্থী। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিনব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ‘খ’ ইউনিটের ৩২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৫ হাজার ২৫৫জন শিক্ষার্থী। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ২৪০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৬ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী। পরেরদিন শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ২৩৫ আসনের বিপরীতে ৮ হাজার ৪৪২ জন এবং একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ৫০৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৭ হাজার ৩২৩ শিক্ষার্থী। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
×