ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা ১ম পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৫, ২৬ নভেম্বর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৯. বাঙালির ঐতিহ্য হলো - র. ধর্মনিরপেক্ষতা রর. অসাম্প্রদায়িকতা ররর. সাম্রাজ্যবাদবিরোধী চেতনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. মদিনায় হিজরতের পথে হযরত মুহম্মদ কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? ক) আবু হানিফা খ) আবু মা’বদ গ) আবু না’দ ঘ) আবু শা’মাদ ২১. সাহিত্যের সকল শাখার ভিতরে কোনটি সরাসরি সমাজকে ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে সক্ষম হয়? ক) কবিতা খ) উপন্যাস গ) গল্প ঘ) নাটক ২২. প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন? ক) কুলীন নই খ) শিক্ষিত নই গ) শৌখিন নই ঘ) অভিজাত নই ২৩. মমতাদি প্রথম দিন খোকা স্কুলে যাওয়ার আগে কয়টা পর্যন্ত কাজ করেছিল? ক) সাতটা থেকে সাড়ে দশটা খ) ছয়টা থেকে সাড়ে নয়টা গ) সাড়ে ছয়টা থেকে দশটা ঘ) ছয়টা থেকে সাড়ে দশটা ২৪. ‘বেয়নেট’ শব্দের অর্থ কোনটি? ক) বন্দুকের অগ্রভাগে লাগানো বিষাক্ত ছুরি খ) বাদ্যযন্ত্র গ) বন্দুক ঘ) চায়নিক বাটাল ২৫. প্রসাদ বলা হয়Ñ র. দেবতার উদ্দেশ্যে নিবেদিত ফল-ফলাদি রর. চাকরি পাওয়ার জন্য মিষ্টি বিতরণ ররর. মন্ত্রপূত খাবার জাতীয় উপকরণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. ‘তা হোক সে সদগোপ, দাও গিয়ে দিয়ে’ সর্বজয়ার একথা বলার কারণ - র. সর্বজয়া দারিদ্র্যের কশাঘাতে ক্লান্ত রর. সর্বজয়া অপরের সম্মান পেতে চায় ররর. এত করে অনুরোধ করেছে তাই নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২৭. গালে আঙ্কুলের দাগের কথা উঠতেই মমতাদি চুপ করে গেল, যেহেতু- র. সবাই তার অবস্থা টের পেয়েছিল রর. তার আত্মসম্মানের ধাক্কা লেগেছিল ররর. স্বামীর আচরণের কথা প্রকাশ পেয়েছিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৮. ‘লঙ্কা দ্বীপের রাজা রাবণ’ এখানে লঙ্কা দ্বীপ বলতে কী বোঝানো হয়েছে? ক) নেপাল খ) শ্রীলঙ্কা গ) ভারত ঘ) মায়ানমার ২৯. অধর রায় কাঙালীর মাকে কোথায় পুঁতে ফেলতে বলেছিল? ক) ঘরের পাশে খ) উঁচু ঢিপিতে গ) নদীর চড়ায় ঘ) খেতের আলে ৩০. কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? ক) ৮ আগস্ট, ১৯৪১ সাল খ) ২২ জুন, ১৯৪১ সাল গ) ৭ মে, ১৯৪৫ সাল ঘ) ৭ আগস্ট, ১৯৪১ সাল ৩১. বাঙালির ত্রিগুণাত্মক খাদ্যদ্রব্য গ্রহণের ফলে- র. কোমলতা বাড়ছে রর. স্বভাবের ভীরুতা বেড়েছে ররর. কর্মকা-ে অগ্রগতি হয়েছে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. ‘তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত’ - কার? ক) অপুর খ) দুর্গার গ) হরিহরের ঘ) সর্বজয়ার ৩৩. সফোক্লিসের ‘ইডিপাস’ পড়ে সিঁথির মাঝে এক ধরনের ভালো লাগা সৃষ্টি হলো কিন্তু তখন সে হাসতে পারছিল না বরং তার চোখে হালকা অশ্রুর আভাস পাচ্ছিল। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে ইডিপাসকে সাহিত্যের কোন রূপ বলা যায়? ক) ভক্তিমূলক গীতিকাব্য খ) ট্র্যাজেডি গ) প্রহসন ঘ) দর্শনাশ্রয়ী কবিতা ৩৪. ‘বিরান’ শব্দের অর্থ কী? ক) জনমানবহীন খ) সিদ্ধ গ) বিষণœ ঘ) পরিপূর্ণ সঠিক উত্তর : ১৯. (ঘ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (ক)
×