ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড. ইউনূসের সঙ্গে চীনের ইউনান ভার্সিটি প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫০, ২৬ নভেম্বর ২০১৫

ড. ইউনূসের সঙ্গে চীনের ইউনান ভার্সিটি প্রতিনিধি দলের সাক্ষাত

ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি এবং চীনের ইউনান নরমাল ইউনিভাসির্টির একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, ভিসি আবদুর রব, প্রোভিসি আবদুল হান্নান চৌধুরী, ইউনান নরমাল ইউনিভাসির্টির ভাইস প্রেসিডেন্ট ইয়াচুন ইয়ুন, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোশের্দ প্রমুখ। প্রফেসর ড. ইউনূস প্রতিনিধি দলকে উভয় দেশের জ্ঞান বিজ্ঞান বিনিময়ে যৌথ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ওই দেশের প্রতিষ্ঠান থেকে সর্বাধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান আমাদের আহরণ করতে হবে।-বিজ্ঞপ্তি। আজ ২৮ মুক্তিযোদ্ধা শহীদ দিবস নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ নবেম্বর ॥ আজ ২৬ নবেম্বর ১৯৭১ সালে মুক্তযুদ্ধের এই দিনে মাগুরার ২৮ মুক্তিযোদ্ধার শহীদ দিবস। সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এই ২৮ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে হাজিপুর গ্রামে নির্মিত স্মৃতিস্তম্ভে মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলার মুক্তিযোদ্ধারা কামান্না গণকবর থেকে ২৮ শহীদের কবর নিজ এলাকা হাজীপুর গ্রামে স্থানান্তরের দাবি জানিয়েছেন। সহিংসবিরোধী শোভাযাত্রা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ নবেম্বর ॥ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০১৫ উপলক্ষে বুধবার বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে নেত্রকোনায় শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংস্থার কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ এডিসি (রাজস্ব) আনায়ার হোসাইন আকন্দ, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম প্রমুখ।
×