ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুলবাড়িয়ায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের জোর লবিং

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ নভেম্বর ২০১৫

ফুলবাড়িয়ায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের জোর লবিং

বাবুল হোসেন, ময়মনসিংহ ॥ বিগত ২০০১ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় মেয়রপদে মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ এলাকায় ডিজিটাল পোস্টার ব্যানার ফেস্টুন ও নানা আচারানুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের জানান দিচ্ছেন তাদের প্রার্থিতার কথা। নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় আওয়ামী লীগ, বিএনপি, ও জাতীয় পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। তফসিল ঘোষণার পর এই দৌড়ঝাঁপের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফুলবাড়িয়ায় পৌর নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গোলাম কিবরিয়াসহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ আকন্দ দুদু, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া সেলিম ভেন্ডার মনোনয়নের আশায় লবিংয়ের পাশাপাশি গণসংযোগ চালাচ্ছেন। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি নেতা ব্যবসায়ী চান মাহমুদ, পৌর বিএনপির সভাপতি একেএম শমসের আলী, পৌর কৃষক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান শিকদার বুলবুল, সদ্য বিএনপিতে যোগদানকারী অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং ওমর ফারুক মাস্টার। ময়মনসিংহ জেলা জামায়াতের আমির অধ্যাপক জসিম উদ্দিন সম্প্রতি নাশকতা মামলায় নিজ এলাকা ফুলবাড়িয়া থেকে গ্রেফতার হওয়ায় জামায়াতে ইসলাম আসন্ন পৌর নির্বাচনে দৃশ্যমান না থাকলেও অনেকটা আড়ালে পৌর সদরের প্রভাবশালী ব্যাবসায়ী এস এম শাহজাহান প্রচার চালাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীরা ভোটারদের কাছে এলাকার উন্নয়নের পাশাপাশি ফুলবাড়িয়াকে মাদকমুক্ত করার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা এখনও মুখ খুলছেন না। এদিকে দলীয় মনোনয়ন নিয়ে বাণিজ্যের আশঙ্কা করছেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী।
×