ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯ মাসে ব্যাংকগুলো ৬ হাজার উদ্যোক্তা তৈরি করেছে

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ নভেম্বর ২০১৫

৯ মাসে ব্যাংকগুলো ৬ হাজার উদ্যোক্তা তৈরি করেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বলেছেন, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে সব ব্যাংককে একসঙ্গে একটি করে উপজেলা ধরে ধরে অর্থায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করতে হবে। নারী উদ্যোক্তায় বিনিয়োগ মানে ভবিষ্যত প্রজন্মে বিনিয়োগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ৬ হাজার উদ্যোক্তা তৈরি করেছে। বুধবার বাংলা একাডেমির আব্দুল সাহিত্য বিশারদ হলে ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন-বাংলাদেশ স্মল এ্যান্ড মিযিয়াম এন্টারপ্রাইজ খাতের উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। জাতীয় ব্যাংকিং মেলা ২০১৫ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট এই সেমিনারের আয়োজন করে। গবর্নর বলেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে। শুধু ধনীদের নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে সব ব্যাংককে একসঙ্গে একটি করে উপজেলা ধরে ধরে অর্থায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করতে হবে। নারী উদ্যোক্তায় বিনিয়োগ মানে ভবিষ্যত প্রজন্মে বিনিয়োগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ৬ হাজার উদ্যোক্তা তৈরি করেছে। প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে অস্ট্রেলিয়া নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা থাকলেও অস্ট্রেলিয়ায় কর্মঘণ্টা কম এবং জনসংখ্যা বাড়ার হারও কম। এ কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আগামী কয়েক বছরের জন্য ২ দশমিক সাত পাঁচ শতাংশ নির্ধারণ করেছে অস্ট্রেলীয় সরকার। সিডনিতে এক বক্তব্যে দেশটির উপ অর্থ-সচিব জানান, ২০৫০ সাল নাগাদ বয়স্ক মানুষের সংখ্যা বাড়লে প্রবৃদ্ধির এ হার আড়াই শতাংশে নেমে আসতে পারে। এরই মধ্যে কম মজুরির কারণে ভোক্তাখরচ বাড়াতে সাহায্য করতে সুদের হার ২ শতাংশে নামিয়ে এনেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক-রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। -অর্থনৈতিক রিপোর্টার ২০১৬ তে ব্যাংকের ছুটি ২৩ দিন ২০১৬ সালে ব্যাংক খাতে মোট ২৩ দিনের সরকারী ছুটি নির্ধারণ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। সার্কুলারে জানানো হয়, বরাবরের মতো আসন্ন এ বছরটিতেও দুই ঈদেই তিনদিন করে ছুটি ঘোষণ করা হয়েছে, যা একসঙ্গে সর্বোচ্চ ছুটি। বাকি ছুটিগুলো একদিন করে। ব্যাংক হলিডের একদিন করে ছুটি (১ জুলাই ও ৩১ ডিসেম্বর) দুটিই পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। একটি শুক্রবার ও অন্যটি পড়েছে শনিবার। যেসব উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনকের জন্মদিন, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শব-ই-বরাত, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, আশুরা, ঈদ-ই মিলাদুন্নবী, বিজয় দিবস, বড়দিন ও ব্যাংক হলিডে। -অর্থনৈতিক রিপোর্টার
×