ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাত্র ৪.৯ সেকেন্ডে

প্রকাশিত: ০৪:০০, ২৬ নভেম্বর ২০১৫

মাত্র ৪.৯ সেকেন্ডে

৫ সেকেন্ডেরও কম সময়ে রুবিকস কিউবের সমাধান করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ১৪ বছরের কিশোর লুকাস এটার। ‘রিভার হিল ফল’ প্রতিযোগিতায় মাত্র ৪.৯ সেকেন্ডে কিউবটি মিলিয়ে লুকাস নয়া রেকর্ড করে বলে জানিয়েছে দ্য ওয়ার্ল্ড কিউব এ্যাসোসিয়েশন। এর আগে এপ্রিলে কলিন বার্নস ০.৩৫ সেকেন্ড বেশি সময় নিয়ে এর সমাধান করেছিল। -গার্ডিয়ান স্পিলবার্গের ভূয়সী প্রশংসা ওবামার হলিউড ছবি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ফ্রিডম মেডেল পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার হোয়াইট হাউসে তাকে এই মেডেল পরিয়ে দিয়ে তার অসীম কল্পনাশক্তির প্রশংসা করে বলেছেন, স্টিভেনের ছবিতে আমাদের মানবতার অভিন্নতা ফুটে উঠে। এটিই তার ছবিগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ঠ্য। তার ছবিগুলো মার্কিন গল্পে প্রভাব ফেলেছে। তিনবার অস্কার পাওয়া এই পরিচালকের বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে- ইটি, জুরাসিক পার্ক ও ইন্ডিয়ানা জোনস। চলতি বছর ১৭ জনকে এ সম্মাননা দেয়া হয়েছে। - এএফপি পাকিস্তানে শারীরিক প্রতিবন্ধীর ফাঁসি শেষ মুহূর্তে স্থগিত পাকিস্তান সরকার এক পঙ্গু লোকের মৃত্যুদ- কার্যকর স্থগিত করেছে। মৃত্যুদ- কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে বুধবার ভোরে তা স্থগিত করা হয়। তার আইনজীবীরা একথা বলেছেন। হুইলচেয়ারে অবস্থান নেয়া একজন কিভাবে ফাঁসির মঞ্চে যাবে এ ব্যাপারে মানবাধিকার কর্মীদের উদ্বেগ প্রকাশের পর দেহের নিম্নাংশে পক্ষাঘাতগ্রস্ত আবদুল বাসিতের মৃত্যুদ- এর আগে কয়েকবার স্থগিত করা হয়। জাস্টিস প্রজেক্ট পাকিস্তানের (জেপিপি) আইনজীবীরা বলেন, সরকারের শেষ মুহূর্তের সিদ্ধান্তে এ মৃত্যুদ- স্থগিত হওয়ায় তারা অভিনন্দন জানিয়েছেন সিদ্ধান্তটির প্রতি। সরকার আবদুল বাসিতের মৃত্যুদ- কার্যকর দু’ মাসের জন্য স্থগিত করেছে। -গার্ডিয়ান
×