ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫২, ২৫ নভেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৯. কে ছয় দফা ঘোষণা করেন? ক) শেরে বাংলা এ কে ফজলুল হক খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ) মওলানা ভাসানী ঘ) শেখ মুজিবুর রহমান ২০. এ্যাটর্নি জেনারেলকে কারা সহায়তা করে থাকেন? ক) সহকারী কমিশনার খ) সহকারী এ্যাটর্নি জেনারেল গ) সহকারী সচিব ঘ) মন্ত্রিবর্গ ২১. ১৯১৯ সালের ভারত শাসন আইনের ভারতের শাসনসংক্রান্ত বিষয়সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৩ ভাগে ২২. কোন দেশসমূহে এইডসের ঝুঁকি অত্যন্ত বেশি? ক) উন্নত দেশসমূহে খ) অনুন্নত দেশসমূহে গ) উন্নয়শীল দেশসমূহে ঘ) ধনী দেশসমূহে ২৩. প্রধানমন্ত্রীর চারপাশে রাজনৈতিক উপগ্রহ- ক) সচিবরা খ) মন্ত্রীরা গ) আমলারা ঘ) বিচারকরা ২৪. ধর্মীয় শিক্ষাকে ব্যক্তিগত জীবনে অর্থবহ করে তোলার নিমিত্তে হাজী শরীয়াতউল্লাহ কোথায় গমন করেন? ক) মিসর খ) জেদ্দা গ) মক্কা ঘ) মদিনা ২৫. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকারী পরিষদ’ কবে গঠিত হয়? ক) ১৯৪৮ সালের ৪ জানুয়ারি খ) ১৯৪৮ সালের ১১ মার্চ গ) ১৯৫২ সালের ৩১ জানুয়ারি ঘ) ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি ২৬. কিসের মাধ্যমে গভর্নর জেনারেল দ্বিতীয় গণপরিষদ গঠন করে? ক) অধ্যাদেশের খ) আইনের গ) সংবিধানের ঘ) মন্ত্রিপরিষদের ২৭. বাংলাদেশের দুর্নীতি দমনে সহায়ক ভূমিকা পালন করতে পারে- র. প্রশাসনিক সংস্কার রর. রাজনৈতিক স্থিতিশীলতা ররর. বহুমুখী স্থায়ী উদ্যোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৮. জাতীয় সংসদ অবস্থিত- ক) ঢাকায় খ) চট্টগ্রামে গ) রাজশাহীতে ঘ) খুলনায় ২৯. বাংলাদেশ সরকারি কর্মকমিশন প্রতিবছর কোন মানে বার্ষিক রিপোর্ট প্রদান করেন? ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) অর্থমন্ত্রী ঘ) আইনমন্ত্রী ৩০. মওলানা ভাসানী কারাগার থেকে বের হয়ে কোন আন্দোলন গড়ে তোলেন? ক) বিধবা আন্দোলন খ) ফরায়েজী আন্দোলন গ) কৃষক আন্দোলন ঘ) প্রজা আন্দোলন ৩১. মওলানা ভাসানী কার সাহচর্যে কোরআন ও হাদিস শিক্ষা লাভ করেন? ক) সৈয়দ নাসিরউদ্দিন বোগদাদী খ) সৈয়দ নাজের শাহ গ) মোল্লা নাসির উদ্দিন ঘ) সৈয়দ সিরাজ উদ্দিন ৩২. সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে কোন প্রতিষ্ঠানটির কথা উল্লেখ রয়েছে? ক) এ্যাটর্নি জেনারেল কার্যালয় খ) প্রধানমন্ত্রীর কার্যালয় গ) নির্বাচন কমিশন ঘ) বাংলাদেশ সরকারি কর্মকমিশন ৩৩. সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের প্রধানদের কে নিয়োগ প্রদান করেন? ক) প্রধানমন্ত্রী খ) স্পীকার গ) রাষ্ট্রপতি ঘ) প্রধান বিচারপতি ৩৪. মওলানা ভাসানী কত সালে মুসলিম লীগে যোগদান করেন? ক) ১৯২০ সালে খ) ১৯২৫ সালে গ) ১৯৩০ সালে ঘ) ১৯৩৫ সালে ৩৫. বাংলাদেশের সংবিধানের কয়টি প্রস্তাবনা রয়েছে? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ৩৬. প্রতিনিধি তৈরির প্রক্রিয়া হলো- র. মনোনয়ন রর. সরকারি নিয়োগ ররর. নির্বাচন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩৭. কত সালে ডাম্বারটন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয়? ক) ১৯৪২ সালে খ) ১৯৪৩ সালে গ) ১৯৪৪ সালে ঘ) ১৯৪৫ সালে ৩৮. আধুনিককালে কোন ধারণার সম্প্রসারণ ঘটেছে? ক) প্রতিবন্ধীসংক্রান্ত ধারণা খ) অর্থনৈতিক ধারণা গ) দুর্নীতিসংক্রান্ত ধারণা ঘ) রাজনীতিসংক্রান্ত ধারণা ৩৯. কত সালের পাকিস্তানের ১৯৫৬ সালের সংবিধান বাতিল করা হয়? ক) ১৯৫৮ সালে খ) ১৯৬০ সালে গ) ১৯৬২ সালে ঘ) ১৯৬৪ সালে ৪০. যুক্তফ্রন্টের কোন কর্মসূচিকে পূর্ব বাংলার জনগণ ব্যাপক সমর্থন দেয়? ক) ২১ দফা খ) ১৭ দফা গ) ১১ দফা ঘ) ৬ দফা ৪১. কোন নির্বাচনে আওয়ামীলীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? ক) ৬৬-এ নির্বাচনে খ) ৬৮-এর নির্বাচনে গ) ৬৯-এর নির্বাচনে ঘ) ৭০-এর নির্বাচনে ৪২. জনগনের মৌলিক অধিকারের সন্নিবেশ রয়েছে- ক) সংবিধানে খ) সংসদে গ) সুপ্রীমকোর্টে ঘ) সচিবালয়ে ৪৩. প্রতিবন্ধী শব্দের ইংরেজি শব্দ কী? ক) উরংধনষরঃু খ) উরংধনষব গ) উরংঢ়ধংং ঘ) উরংপড়ঁহঃ ৪৪. কত সালে ৬ দফা কর্মসূচি ঘোষণা করা হয়? ক) ১ম দফা খ) ২য় দফা গ) ৩য় দফা ঘ) ৬ষ্ঠ দফা ৪৫. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সদর দপ্তর কোথায়? ক) শেরে বাংরা নগর, ঢাকা খ) তেজগাঁও, ঢাকা গ) মতিঝিল, ঢাকা ঘ) কাকরাইল, ঢাকা ৪৬. '১৫ চড়রহঃ অপঃরড়হ চৎড়মৎধসসব' বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে উপস্থাপন করে? ক) ৩৩ খ) ৩৪ গ) ৩৫ ঘ) ৩৬ ৪৭. বাংলাদেশের কয়টি শান্তিরক্ষী মিশন বর্তমানে চালু রয়েছে? ক) ১২ খ) ১৩ গ) ১৪ ঘ) ১৫ ৪৮. কে সংসদীয় ব্যবস্থায় দেশের জনগণের প্রাণের নেতা? ক) অর্থমন্ত্রী খ) সরকারি দলের নেতা গ) রাষ্ট্রপতি ঘ) প্রধানমন্ত্রী উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুটির উত্তর দাও : রাজনের দেশটি এক সময় একটি বিদেশি শক্তি শাসন করত। বিভিন্ন চাপে তৎকালীন উপনিবেশিক সরকার একটি আইন তৈরি করেন এবং উক্ত আইনের মধ্য দিয়ে দুটি রাষ্ট্রে জন্ম হয়। এই দুটি রাষ্ট্রের একটি থেকেই রাজনের স্বাধীন দেশের জন্ম। ৪৯. বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ক) ১৯০৯ সালের ভারত শাসন আইন খ) ১৯১৯ সালের ভারত শাসন আইন গ) ১৯৩৫ সালের ভারত শাসন আইন ঘ) ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ৫০. জালিনওয়ালাবাগের নিরাীহ জনতার ওপর ইংরেজ জেনারেল যে নির্বিচারে গুলিবর্ষণ করে তাতে কতজন নরনারী নিহত হন? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর সঠিক উত্তর ১৯. (ঘ) ২০. (খ) ২১. (ক) ২২. (গ) ২৩. (খ) ২৪. (গ) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (ঘ) ৪৯. (গ) ৫০. (খ)
×