ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার নাখোশ তুরস্ক!

প্রকাশিত: ০২:১৬, ২৪ নভেম্বর ২০১৫

এবার নাখোশ তুরস্ক!

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানের পর এবার তুরস্কও নাখোশ হয়েছে। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক এরইমধ্যে মৃত্যুদ- প্রথা বাতিল করেছে। তারা বিশ্বাস করে এ ধরনের পদ্ধতি অবলম্বন করে অতীতের ক্ষত প্রশমন করা যাবে না। তুরস্ক মনে করে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উচিৎ সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোনও পদ্ধতি অবলম্বন করা। যুদ্ধাপরাধীরা রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা চাইবার পরেও তাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।
×