ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩৯ জেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৯:০৬, ২৪ নভেম্বর ২০১৫

৩৯ জেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’-এর ৩৯টি জেলার লিখিত পরীক্ষার ফল রবিবার প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৮ হাজার ৯৮২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫ লাখ ৯৩ হাজার ৯৯১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তাদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিস বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জানানো হবে।-তথ্য বিবরণী
×