ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ

প্রকাশিত: ০৯:০৬, ২৪ নভেম্বর ২০১৫

রাজধানীতে অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় র‌্যাব-৩-এর ওই অভিযানে আটক করা হয় নুর হোসেন নামে একজনকে। জানা যায়, পশ্চিম বনশ্রী এলাকার এনএস রোডের ৩৮৫/৭ নম্বর বাসায় গত দুই বছর ধরেই নুর হোসেন অত্যন্ত গোপনে অবৈধ ভিওআইপির ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে র‌্যাব সোমবার সেখানে হানা দেয়। এ সময় জব্দ করা হয় ৪টি সেট আপ, ৫টি চ্যানেল বক্স, নেটওয়ার্কিং সুইচ ১টি, কাপ ১টি, ল্যাপটপ ১২টি ও ৩ হাজার সিম কার্ড। এগুলোর দাম আনুমানিক দশ লাখ টাকা। এএসপি রবিউল জানান, অভিযানের সময় বিটিআরসির প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
×