ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল টি২০

রংপুরের বিরুদ্ধে বরিশালের শুভ সূচনা

প্রকাশিত: ০৮:৩৯, ২৪ নভেম্বর ২০১৫

রংপুরের বিরুদ্ধে বরিশালের শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ জমজমাট উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) তৃতীয় আসরের দ্বিতীয় দিনও শেষ হয়েছে। প্রথম দিন দুটি ম্যাচেই উত্তেজনা দেখা গেছে। শেষ ওভারে গিয়ে খেলা শেষ হয়েছে। রবিবারও দুটি ম্যাচেই একই ঘটনা ঘটেছে। সিলেট সুপার স্টারসকে শেষ বলে গিয়ে ১ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচটিতে শেষ বলে গিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৩ রানে জয় তুলে নিয়েছে বরিশাল বুলস। টুর্নামেন্টে কালই বরিশাল বুলস তাদের মিশন শুরু করে। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। শুভ সূচনাও করেছে। টস জিতে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসকে আগে ব্যাট করতে পাঠায়। সুযোগটি কাজেও লাগায় তারা। শুরুতেই ১৫ রানে ৪ উইকেট পড়লেও শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর ৫১, নাদিফ চৌধুরীর ৩০ ও কেভন কুপারের ২১ রানে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে বরিশাল বুলস। প্রথম ম্যাচে অবদান রাখতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে নেন সাকিব। সেই সঙ্গে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়ে যান। থিসারা পেরেরাও ৩ উইকেট নেন। জবাবে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয় সাকিবের দল। মোঃ মিঠুন দুর্দান্ত ব্যাটিং করে ৫৫ রান করেন। কিন্তু কুপারের (৫/১৫) বোলিংয়ে বরিশাল বুলসের কাছেই জয় ধরা দেয়।
×