ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম ওয়েজবোর্ড ও বৈশাখী ভাতা প্রদানের দাবি ডিইউজের

প্রকাশিত: ০৮:৩৩, ২৪ নভেম্বর ২০১৫

নবম ওয়েজবোর্ড ও বৈশাখী ভাতা প্রদানের দাবি ডিইউজের

অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন এবং সাংবাদিকদের জন্য বৈশাখী ভাতার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উভয় গ্রুপ। পাশাপাশি যেসব পত্রিকা এখনও ৮ম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করেনি সেসব পত্রিকায় অবিলম্বে ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। প্রয়োজনে ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের উভয় গ্রুপের এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে সকলের কাছে গ্রহণযোগ্য অনলাইন সম্প্রচার নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাগর-রুনি হত্যার বিচার দাবি করা হয়। একই সঙ্গে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদী তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন নেতারা। বিবৃতিতে তারা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণœ রাখতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য দেশের সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান।
×