ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-ভারত সিরিজ শ্রীলঙ্কায়

প্রকাশিত: ০৪:৩৮, ২৪ নভেম্বর ২০১৫

পাকিস্তান-ভারত সিরিজ শ্রীলঙ্কায়

স্পোর্টস রিপোর্টার ॥ আলোচিত পাকিস্তান-ভারত সিরিজ তাহলে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চূড়ান্ত ঘোষণা না এলেও একাধিক কারণে বিষয়টা প্রায় নিশ্চিত। প্রস্তাবিত সিরিজটি ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। নিজেদের ‘হোম’ সিরিজ হিসেবে পাকিস্তান এটি আরব আমিরাতে খেলতে চাইছে। অন্যদিকে ভারত চাইছে এটা তাদের মাটিতে হোক। এ নিয়ে দু’দেশের বোর্ডের মধ্যে কয়েকদিন ধরে চলছে রশি টানাটানি। পাকিস্তান কিছুতেই তাদের নিজেদের সিরিজ ভারতে গিয়ে খেলতে রাজি নয়। এই অবস্থায় বড় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। শারজায় আইসিসির সদর দফতরে পাকিস্তান (পিসিবি) ও ভারতের (বিসিসিআই) বোর্ড প্রধান শাহরিয়ার খান ও শশাঙ্ক মনোহর অনির্ধারিত বৈঠকে বসেন। সেখানে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কার নাম উঠে আসে। সেটি রবিবারের ঘটনা। তার একদিন পর সিরিজটি আয়োজনে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আগ্রহ প্রকাশ করে। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। এ বছর অবশ্য জিম্বাবুইয়ে সেখানে গিয়েছিল! আর দিপক্ষীয় সিরিজ নিয়ে আলোচনা করতে শাহরিয়ার খান গত মাসে ভারত সফর করেন। কিন্তু শিবসেনাদের তা-বে আলোচনা ছাড়াই দেশে ফিরতে হয় তাকে। মূলত এ কারণেই খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ভারতে খেলবে না পাকিস্তান। পাকিস্তান সরকারও অনুমতি দেয়নি।
×