ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিয়ে করছেন প্রীতি জিনতা

প্রকাশিত: ০৪:০৬, ২৪ নভেম্বর ২০১৫

বিয়ে করছেন প্রীতি জিনতা

সংস্কৃতি ডেস্ক ॥ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই আছেন যাদের নানা কারণে দীর্ঘ মেয়াদী একজনের সঙ্গে সম্পর্ক ধরে রাখার সৌভাগ্য হয় না। বলা হয়ে থাকে শিল্পীরা অনেকটাই আত্মকেন্দ্রিক বলেই কোন কোন ক্ষেত্রে তাদের সংসার টেকে না। অবশ্য এদের সংখ্যা কম হলেও হালের অভিনেতা অভিনেত্রীদের প্রেমের বিয়ের ক্ষেত্রে যেন এ ধরনের ঘটনা বেশি ঘটছে। যেমনটি ঘটেছে এক সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার বেলায়। ব্যবসায়ী নেস ওয়াদিয়ার সঙ্গে এনগেজমেন্ট হওয়ার পরও সম্পর্ক ভেঙে যায়। এরপর দ্বিতীয়বারের মতো সম্পর্কে জড়ান এক ভিনদেশীর সঙ্গে। আর তাকেই নাকি বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। জানা গেছে, প্রীতির হবু স্বামী এক মার্কিন নাগরিক। তাঁর নাম গেনে গুডএনাফ। দিন কয়েক লিভ ইন করার পর নাকি গেনেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি। পারিবারিক আত্মীয় এবং বন্ধুদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন প্রীতি-গেন। বিয়ের পর মুম্বাইতে বড় করে রিসেপসন পার্টি দেবেন তাঁরা। সেখানে উপস্থিত থাকবে গোটা বলিউড। এমন খবর দিয়েছে ভারতের প্রভাবশালী একটি গণমাধ্যম। এখন বলিউডে যেন বিয়ের ট্রেন্ড চলছে। সম্প্রতি গীতা বসরাকে বিয়ে করেছেন ক্রিকেটার হরভজন সিংহ। আবার মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন যুবরাজ সিংহ। সংশ্লিষ্টদের অনেকেই মনে করছেন যুবরাজের এনগেজমেন্টের পরই কি নিজের বিয়ের কথাও তড়িঘড়ি ঘোষণা করলেন প্রীতি। এক সময় তো যুবরাজের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল। যদিও এ সব মন্তব্যে আপাতত কান দিতে চান না প্রীতি। হবু কনে এখন তাঁর বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। শিল্পকলায় গণসঙ্গীত উৎসব স্টাফ রিপোর্টার ॥ শিল্পী লুৎফর রহমান, অজিত রায়, সলিল চৌধুরী ও হেমাঙ্গ বিশ্বাস স্মরণে গণসঙ্গীত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন গীতিকার অধ্যাপক মতলুব আলী ও গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। আলোচনা শেষে অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করবে ঢাকা সাংস্কৃতিক দল, উদীচী শিল্পী গোষ্ঠী ও ঋষিজ শিল্পী গোষ্ঠী। একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ফকির আলমগীর, শিমুল ইউসুফ, বুলবুল মহলানবীশ ও ইয়াসমীন আলী এবং অনিক বোসের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করবে স্পন্দন।
×