ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফারহানার গানে মুগ্ধ আইজিসিসির শ্রোতা

প্রকাশিত: ০৪:০৫, ২৪ নভেম্বর ২০১৫

ফারহানার গানে মুগ্ধ আইজিসিসির শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ রাগ আশ্রয়ী আধুনিক বাংলা গানের এক স্বর্ণালী সন্ধ্যা উপহার দিলেন শিল্পী ফারাহানা রহমান কান্তা। গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শনিবার সন্ধ্যায় শিল্পী একের পর এক রাগ আশ্রয়ী গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পীর একক এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ‘যামিনি হবে কি ভোর’ গানটি পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর তিনি একে একে পরিবেশন করেন-বিনি সুতোয় গাঁথা মালা দিয়ে তুমি, সুরে ও বাণী মালা দিয়ে, আমার নয়নে নয়ন রাখি, মন না চাইলে গান হয় না, যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা, জ্যোছনা করেছে আড়ি, আমি ফুলকে যেদিন, এখনও সারেঙ্গীটা বাচছে, আমি যে জলসাঘরের, দোলে দোদুল দোরে ঝুলনাসহ বেশ কিছু গান। শ্রোতারা প্রতিটি গানে যেন অন্যরকম এক আনন্দ অনুভব করছিলেন। প্রায় দেড় ঘন্টায় শিল্পী ১৫ টি আধুনিক বাংলা গান পরিবেশন করেন। শিল্পীর শেষ পরিবেশনা ছিল ‘চলতে চলতে থেমে যাই’। শিল্পীকে বতলায় সঙ্গত করেন ইফতেখার আলম প্রধান ডলার, সেতারে ফিরোজ খান, এস্রাজে অসিত বিশ্বাস ও কীবোর্ডে ছিলেন রবিন চৌধুরী।
×