ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ

প্রকাশিত: ২২:০২, ২৩ নভেম্বর ২০১৫

গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ

অনলাইন ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট সোমবার সকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি খোলা মাঠে এসে পড়েছে। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা উল্লেখ করে বলা হয়েছে, এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সামরিক বাহিনীর এক মহিলা মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানান, জনশূন্য এলাকার দিকে যখন রকেটটি যাচ্ছিল তখন কোন সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে এমন দাবি করা চরমপন্থী সুন্নি জঙ্গিরা বলেছে, তারাই সম্প্রতি ফিলিস্তিনি ভূখন্ড থেকে রকেট নিক্ষেপ করেছে। তবে ইসরাইলের দাবি, এসব ঘটনার জন্য হামাস দায়ী। ইসলামপন্থী হামাস গাজা নিয়ন্ত্রণ করছে এবং ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে তাদের তিনটি যুদ্ধ হয়েছে। এর মধ্যে গত গ্রীষ্মে তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত হয়। এতে এক লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত ও ২ হাজার ২শ’র বেশি লোক নিহত হয়।
×