ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুজাহিদের ফাঁসির প্রতিবাদে জামায়াতের হরতাল আজ

প্রকাশিত: ১৮:২০, ২৩ নভেম্বর ২০১৫

মুজাহিদের ফাঁসির প্রতিবাদে জামায়াতের হরতাল আজ

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে আজ সারাদেশে হরতাল কর্মসূচির পালন করছে দলটি। মানবতাবিরোধী অপরাধে মিস্টার মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীরর ফাঁসি কার্যকর করা হয় শনিবার দিবাগত রাতে। এরপর জামায়াতের ওয়েবসাইটে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ হরতালের কর্মসূচির ঘোষণা দেন। এর আগে গত সপ্তাহে জামায়াতের এই নেতার ফাঁসির রায় পুর্নবিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পরও হরতাল ডেকেছিল দলটি। তবে সে কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের কোনও ততপরতা মাঠে দেখা যায়নি। আজও দিনের শুরুতে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলতে দেখা যাচ্ছে। তবে আজকের হরতালকে ঘিরে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান স্বাভাবিকের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে। সূত্র : বিবিসি বাংলা
×