ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রমানসে ভারতচিন্তার পরিক্রমা

প্রকাশিত: ০৬:৩০, ২৩ নভেম্বর ২০১৫

রবীন্দ্রমানসে ভারতচিন্তার পরিক্রমা

স্টাফ রিপোর্টার ॥ খামখেয়ালী সভার ২৩তম আড্ডা অনুষ্ঠিত হলো শুক্রবার সন্ধ্যায়। এবারের আড্ডায় ‘রবীন্দ্রমানসে ভারতচিন্তার পরিক্রমা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সভার সদস্য রাহিন রায়হান শুভ। রাজধানীর ২০/বি গাউস নগর, নিউ ইস্কাটনে আয়োজিত এ আড্ডায় রবীন্দ্রনাথের সমাজ ও রাজনীতি ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. শফি আহমেদ ও ড. মোহাম্মদ আজম। প্রাবন্ধিক রাহিন রায়হান শুভ তার প্রবন্ধে উল্লেখ করেন, উত্তর ঔপনিবেশিক যুগে এসেও আমরা আমাদের শিকড় খুঁজতে গিয়ে খেই হারিয়ে ফেলি। আমাদের চিন্তা, দর্শন, সংস্কৃতির কোনটা আমাদের উত্তরাধিকার আর কোনটা ঔপনিবেশক শাসকগোষ্ঠী কৌশলে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এর মীমাংসা কঠিন। আমাদের আত্মপরিচয়ের এই প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুর এখনও প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সমাজ-রাজনীতির গতিপ্রকৃতি বুঝতে এখনও আমাদের শরণাপন্ন হতে হয় রবীন্দ্রনাথের। আলোচকরা বলেন, রবীন্দ্রনাথ কট্টর জাতীয়তাবাদের ঘোর বিরোধী ছিলেন। বিভিন্ন লেখায় তিনি এর বিপদ সম্পর্কে সাবধান করেছেন। স্বনির্ভর সমাজ গঠনে রবীন্দ্রনাথের আগ্রহের কথা তুলে ধরেন আলোচকরা। আড্ডা সঞ্চালনা করেন হুমায়ূন আজম রেওয়াজ। সভাপতিত্ব করেন খামখেয়ালী সভার উপদেষ্টা পরিষদের সদস্য ড. শোয়ইব জিবরান। আড্ডায় সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। তিনি কর্ণ-কুন্তি সংবাদসহ বেশ কটি কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী জাকির হোসেন তপন। সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন খামখেয়ালী সভার উপদেষ্টা পরিষদে সদস্য মহিউদ্দিন তাহের।
×