ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপে ব্যস্ত

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ নভেম্বর ২০১৫

সান্তাহারে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপে ব্যস্ত

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২২ নবেম্বর ॥ সারাদেশের মতো বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনের গরম হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে পৌর এলাকা সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ না হলেও প্রার্থীদের দৌড়ঝাঁপে নির্বাচনের আমেজ দিন দিন জমে উঠছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা পৌরবাসীর দোয়া কামনা করে নিজেদের ছবি সংবলিত পোস্টার লাগিয়ে গোটা পৌর এলাকা ছাপিয়ে ফেলেছেন। শহরের পাড়া-মহল্লায় এখন নির্বাচনের আলাপচারিতাই প্রাধান্য পাচ্ছে। ভোটারদের সমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীরা চালাচ্ছেন নানা কৌশল। সব প্রার্থীই এবার চেষ্টা চালাচ্ছেন কিভাবে নবীনদের হাত করা যায়। তাদের মনজয় করে নিজের দিকে নিতে পাড়া-মহল্লায় এবং ক্লাব সমিতিতে আড়ালে থেকে টাকা ঢেলে করছেন পিকনিকের আয়োজন। নানা পণ্যসামগ্রী প্রদানের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর প্রবীণদের কাছে দোয়া ও আশীর্বাদ চাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানে দিচ্ছেন আর্থিক অনুদান। কী মুসলিম, কী হিন্দু, কী খ্রীস্টানÑ এমনকি হরিজনদের বাড়িতে যেতেও তারা ভুল করছেন না। মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তারা পরিবারের লোকজনদের দিচ্ছেন সান্ত¡না। সান্তাহার পৌরসভায় এবার মেয়রপ্রার্থী হিসেবে ৬ জনের নাম শোনা যাচ্ছে। তারা সবাই মাঠে গণসংযোগে নেমেছেন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৩ জন। এছাড়া পৌরসভার ৯ ওয়ার্ডে ৯ কাউন্সিলর পদের জন্য অর্ধ শতাধিক প্রার্থী গণসংযোগে রয়েছেন। একই সঙ্গে ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য প্রায় দেড় ডজন প্রার্থী মাঠে নেমেছেন। মেয়রপদে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও বর্তমান সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাহিদুর বারী এবং আদমদীঘি উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা। বিএনপির ৩ প্রার্থী হলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফিরোজ মোঃ কামরুল হাসান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোঃ তোফাজ্জল হোসেন ভুট্টু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু মাঠে রয়েছেন।
×