ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমুখ সঙ্গিনী, বিবাগী গাণ্ড

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ নভেম্বর ২০১৫

বিমুখ সঙ্গিনী, বিবাগী গাণ্ড

সঙ্গিনী মুখ ফিরিয়েছে। আর তাতেই কেটে গেছে ঘরের মায়া। তবে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে কখনও হতাশায় বসে পড়েছে, কখনও বিধ্বস্ত অবস্থায় পা ডুবিয়েছে নদীর পানিতে। বিবাগী হয়েছে ভারতের জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের এক পূর্ণবয়স্ক গ-ার। সঙ্গিনী দখলের লড়াইয়ে হেরে সে জঙ্গল ছেড়েছে। শনিবার সারাদিন চারটি প্রশিক্ষিত কুনকি হাতি, ৫০ জন বনকর্মী ভয় দেখিয়ে, আদর করেও তাকে জঙ্গলে ফেরাতে পারেনি। সঙ্গিনী দখলের লড়াই চলছিল কয়েকদিন ধরে। শনিবার সকালে সব লড়াইয়ে হেরে যায় সে। -ওয়েবসাইট
×