ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিক্ষোভকারী নিহত

প্রকাশিত: ০৫:৫২, ২৩ নভেম্বর ২০১৫

নেপালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিক্ষোভকারী  নিহত

নেপালের উত্তরাঞ্চলে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালায়। এতে দুই জন নিহত হয়েছে। শনিবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের এই সংঘর্ষ হয়। দেশটিতে নতুন সংবিধানকে কেন্দ্র করে উদ্ভূত সঙ্কট ঘনীভূত হয়েছে। রবিবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা জানিয়েছেন। নেপালের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকা সাপতারিতে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। খবর এএফপির। বিক্ষোভকারীরা পুলিশের আদেশ লঙ্ঘন করে লাঠিসোঁটা ও ঘরে তৈরি অস্ত্র নিয়ে একটি মহাসড়ক অবরোধ করে রাখে। জেলা পুলিশের প্রধান কর্মকর্তা ভীম ধাকাল বলেন, পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা সহিংস হয়ে হামলা চালালে পুলিশ বাধ্য হয়ে তাদের ওপর গুলি চালায়। এ ঘটনায় ৪০ জনের বেশি বিক্ষোভকারী ও পুলিশ আহত হয়েছে বলেও তিনি জানান। নেপাল জ্বালানি ও অন্যান্য সামগ্রীর জন্য ব্যাপকভাবে ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ দিকে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ভারত থেকে অল্প কিছুসংখ্যক মালবাহী গাড়ি সীমান্ত পার হয়ে নেপালে প্রবেশ করে।
×