ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেলেঙ্কারি কাটিয়ে অর্থনীতি চাঙ্গা করতে চায় ভক্সওয়াগন

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ নভেম্বর ২০১৫

কেলেঙ্কারি কাটিয়ে অর্থনীতি চাঙ্গা করতে চায় ভক্সওয়াগন

দূষণ কেলেঙ্কারি থেকে কাটিয়ে উঠতে কোম্পানির অর্থনীতিকে আরও চাঙ্গা করতে চায় ভক্সওয়াগন। আর সে কারণে বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে কোম্পানি। একইসঙ্গে আগামী বছরে কোম্পানি ১০৭ কোটি ডলারের খরচ কমাবে বলে জানানো হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের এক বৈঠকের পর জার্মানিভিত্তিক ভক্সওয়াগনের প্রধান নির্বাহী ম্যাথিয়াস মুয়েলার এ কথা জানান। প্রসঙ্গত, প্রতিযোগিতায় এগিয়ে গাড়ির বিক্রি বাড়াতে গোপন চাতুরতার পথ বেছে নেয় জার্মানির এ বহুজাতিক কোম্পানি। প্রতিষ্ঠানটি তাদের তৈরি গাড়িতে এমন একটি সফটওয়্যার ব্যবহার করে যা কার্বন নির্গমনের প্রকৃত তথ্য দেবে না। বরং নির্ধারিত মাত্রার মধ্যে কার্বন রয়েছে এমন তথ্য দেখাবে। সফটওয়্যারটি কোম্পানির পাসাত ও অডি এ৩ কম্প্যাক্ট মডেলের ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয়। এ খবরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ভক্সওয়াগনের শেয়ার দর একদিনে ৩০ শতাংশ কমে যায়। -অর্থনৈতিক রিপোর্টার
×