ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনার মেয়র মনিকে সাময়িক বরখাস্তের বিরুদ্ধে রিট হাইকোর্টে খারিজ

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ নভেম্বর ২০১৫

খুলনার মেয়র মনিকে সাময়িক বরখাস্তের বিরুদ্ধে রিট হাইকোর্টে খারিজ

স্টাফ রিপোর্টার ॥ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জমান মনিকে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকারের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে স্থানীয় সরকারের আদেশ বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। রবিবার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গত ১১ জুন মনিসহ মোট ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিভিন্ন মামলায় খুলনার মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশীট গ্রহণ করায় সিটি কর্পোরেশন আইনের ১২ (১) এর ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে।
×