ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:২৬, ২২ নভেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. ইমানকে গাছের কোন অংশের সাথে তুলনা করা হয়েছে? ক) শাখা-প্রশাখা খ) লতা-পাতা গ) শিকড় বা মূল ঘ) ছাল বা বাকল ২. মহানবী (স) কাদের নিয়ে ‘হিলফুল ফুযুল ’ গঠন করেছিলেন? ক) কিশোরদের খ) যুবকদের গ) বৃদ্ধদের ঘ) কিশোর ও যুবকদের ৩. কুরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত? ক) ৬৫৬৫টি খ) ৬৬৬৬টি গ) ৬৪৬৫টি ঘ) ৭৭৬৬টি ৪. ‘তাকওয়া’ শব্দের অর্থ কী? ক) আল্লাহভীতি খ) মৃত্যুভীতি গ) পরকালভীতি ঘ) পিতামাতাকে ভয় করা ৫. মিথ্যাবাদীকে আরবিতে কী বলে? ক) সিদক খ) কিযব গ) কাযিব ঘ) সাদিক ৬. আল্লাহর কাছে কিসের মূল্য সর্বাধিক? ক) তাকওয়ার খ) আখলাকের গ) আদলের ঘ) আমানতের ৭. ‘আকাইদ’ শব্দের অর্থ কী? ক) বিশ্বাস খ) বিশ্বাসমালা গ) একত্ববাদ ঘ) অংশীবাদ ৮. আখিরাতের জীবন শুরু হয় কখন থেকে? ক) কিয়ামতের পর থেকে খ) মৃত্যুর পর থেকে গ) কবরে দাফন করার পর থেকে ঘ) হাশরের দিন থেকে ৯. ধর্মের ব্যাপারে রাসূল (স)-এর নির্দেশনা ছিল- র. ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা রর. নেতার আনুগত্য করা ররর. ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের চর্চা করতে না দেওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১০. যেসব প্রাণীকে কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, তার গোশত খাওয়ার ইসলামী বিধান কী? ক) হালাল খ) হারাম গ) মুবাহ ঘ) কল্যাণকর ১১. কোন ইবাদতে রিয়ার সম্ভবনা থাকে না? ক) সালাত খ) সাওম গ) হজ ঘ) যাকাত ১২. আসমানি কিতাবসমূহ মূলত কী? ক) ধর্মীয় কাহিনী সংকলন খ) নবিদের বাণী গ) আল্লাহর বানী ঘ) দিকনির্দেশনা ১৩. নারীগণ স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে পারবে- এটি নারীর কোন ধরনের অধিকার? ক) সামাজিক খ) অর্থনৈতিক গ) রাজনৈতিক ঘ) ধর্মীয় ১৪. ‘আশরাফুল মাখলুকাত’ কারা? ক) মানুষ খ) ফেরেশতা গ) জিন ঘ) বানর ১৫. হাদিস সংকলনের স্বর্ণযুগ কোনটি? ক) হিজরি প্রথম শতক খ) হিজরি দ্বিতীয় শতক গ) হিজরি তৃতীয় শতক ঘ) হিজরি দ্বিতীয় ও তৃতীয় শতক ১৬. তাওহিদে বিশ্বাস মানুষকে- ক) স্ব-মহিমায় অধিষ্ঠিত করে খ) আত্মপ্রত্যয়ী ও মর্যাদায় অধিষ্ঠিত করে গ) আল্লাহর প্রতি আস্থাবান করে ঘ) অন্যান্য সৃষ্টির প্রতি দরদি করে ১৭. কোনটি যাকাতের অর্থ নয়? ক) তৃপ্তি খ) পবিত্রতা গ) পরিচ্ছন্নতা ঘ) রাজস্ব ১৮. তোমরা আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ কর।’ কোন গ্রন্থ থেকে নেওয়া? ক) কুরআন খ) বাইবেল গ) রিপাবলিক ঘ) বুখারি ১৯. ইসলামের বিধিবিধান কেমন? ক) জাতিগত খ) সার্বজনীন ও সর্বকালীন গ) প্রাচীন ঘ) আধুনিক ২০. মক্কাবাসী মহানবী (স)-এর নিকট গচ্ছিত রাখত- ক) ধনসম্পদ খ) দলিলপত্র গ) বাড়িঘর ঘ) জায়গা জমি ২১. ‘আমাদের দুনিয়ায় ফিরে যেতে দেওয়া হোক।’-কারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে? ক) কাফিররা খ) মুশরিকরা গ) পাপীরা ঘ) মুনাফিকরা ২২. জাহেলি যুগে আরবে কোন মেলার প্রচলন ছিল? ক) বৈশাখী খ) উকায গ) বই ঘ) সারদীয় ২৩. কোন সময়ে প্রথম ইজমার প্রচলন লক্ষ করা যায়? ক) রাসূল (স)-এর যুগে খ) সাহবিগণের যুগে গ) তাবিঈগণের যুগে ঘ) তাবিঈ তাবিঈদের যুগে সঠিক উত্তর ১. (খ) ২. (খ) ৩. (খ) ৪. (ক) ৫. (গ) ৬. (ক) ৭. (খ) ৮. (খ) ৯. (ক) ১০. (খ) ১১. (খ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (গ) ২২. (খ) ২৩. (ক)
×