ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ইত্যাদি’ এবার নোয়াখালীতে

প্রকাশিত: ০৭:০৭, ২২ নভেম্বর ২০১৫

‘ইত্যাদি’ এবার নোয়াখালীতে

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানগুলোর মধ্যে নিজস্বতার গুণে এখনও দর্শকদের কাছে সেরা বিটিভির ‘ইত্যাদি’। স্টুডিওর চার দেয়ালের বাইরে নিয়ে আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন প্রতœতাত্ত্বিক নিদর্শন, ভূতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং পর্যটনের জন্য আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোতে গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে দীর্ঘদিন থেকেই। তুলে ধরা হচ্ছে সেই সব স্থানের কৃষ্টি, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। এরই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। দর্শক ধারণক্ষমতার কথা বিবেচনা করে মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠটিকে ধারণ স্থান হিসেবে বেছে নেয়া হয়। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। যেহেতু ইত্যাদি এখন দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ধারণ করা হয়, তাই চেষ্টা করা হয় সেই অঞ্চলের কিছু বৈশিষ্ট্য গানে ফুটিয়ে তুলতে। সেই ধারাবাহিকতায় এবারের ‘ইত্যাদি’তে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় নোয়াখালীকে নিয়ে একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। গানটিতে তার সঙ্গে অংশগ্রহণ করেছেন স্থানীয় একদল শিল্পী। গানটির সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। নোয়াখালীর অত্যন্ত জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষের সমন্বয়ে তৈরি একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। গানটির সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। দর্শক পর্বের নিয়ম অনুযায়ী যে স্থানে ইত্যাদি ধারণ করা হয় সেই স্থানকে ঘিরে দর্শকদের বিভিন্ন প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের দিয়ে করা হয় দ্বিতীয় পর্ব। নোয়াখালীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝ থেকে ছয়জন দর্শককে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের সঙ্গে দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন বৃহত্তর নোয়াখালীর গুণী শিল্পী জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ এবং জনপ্রিয় অভিনেত্রী তারিন। মাহফুজ আহমেদ এবং তারিন দর্শকদের সামনে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি বক্তব্যধর্মী রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, কেএস ফিরোজ, শবনম পারভীন, আব্দুল আজিজ, মহিউদ্দিন বাহার, আব্দুল কাদের, আফজাল শরীফ, জিল্লুর রহমান, কাজী আসাদ, আমিন আজাদ, কামাল বায়েজিদ, সুভাশিষ ভৌমিক, তারিক স্বপন, রতন খান, বিলু বড়ুয়া, মুকুল সিরাজ, নিসা, এ্যামিলা, বিনয় ভদ্র, জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম, রবিন, ফরিদ, স্বপনসহ আরও অনেকে। ইত্যাদি আগামী পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৭ নবেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায়। ইত্যাদি পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
×