ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাবি ড্যারেন সামি ও সাব্বিরের, জিয়ার লক্ষ্য ভাল খেলে জাতীয় দলে ফেরা

বিপিএল টি২০ বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ

প্রকাশিত: ০৬:১৩, ২২ নভেম্বর ২০১৫

বিপিএল টি২০ বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ

মোঃ মামুন রশীদ ॥ বর্তমানে বিশে^র প্রায় সবগুলো টেস্ট খেলুড়ে দেশেই টি২০ আসর আয়োজিত হয়। আর এর মাধ্যমে বেরিয়ে আসে উদীয়মান প্রতিভা। তবে বাংলাদেশে গত দুই বছর এমন কোন টুর্নামেন্ট হয়নি। ২০১৩ সালের পর এবার পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর। বিপিএলের এ তৃতীয় আসরে অংশ নিচ্ছে ৫৭ বিদেশী ক্রিকেটার। আর এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ ভাল হবে বলেই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি। তরুণ ক্রিকেটাররা বের হয়ে আসবে বিপিএল খেলার মাধ্যমে এমনটাই মনে করেন রংপুর রাইডার্সের এ অলরাউন্ডার। অন্যদিকে চিটাগাং ভাইকিংসের অলরাউন্ডার জিয়াউর রহমান জানালেন নিজেকে মেলে ধরে আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। আর জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান বরিশাল বুলসের জার্সি গায়ে দারুণ কিছু করে আগামী টি২০ বিশ^কাপের প্রস্তুতি সারতে চান। এক বছর বন্ধ ছিল দেশের অন্যতম বড় ক্রিকেট আসর বিপিএল টি২০। কিন্তু আবারও শুরু হচ্ছে এ আসরটি। এ বিষয়টিকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক বলেই মনে করছেন ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন সামি। এ বিষয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে এবারের বিপিএল সেরা হবে। অনেক খেলোয়াড় বিভিন্ন দেশ থেকে খেলতে এসেছে। বিশ্বের বিভিন্ন খেলোয়াড় বাংলাদেশে এসে খেলতে আগ্রহী, এটা খুব ভাল একটি দিক।’ তিনি মনে করেন এ ধরনের টুর্নামেন্ট যে কোন দলের জন্য উদীয়মান ক্রিকেট তারকা খুঁজে পাওয়ার জন্য বেশ ভাল ভূমিকা রাখবে। সামি বলেন, ‘শুধু ভারতে না বিশ্বের বিভিন্ন দেশে টি২০ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা উঠে এসেছে। আশা করছি এটা এখানেও হবে। বিশ্বকাপ খুব কাছেই। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের জন্যে বিপিএল বড় একটি সুযোগ। থেকেই ভাল একটা সমন্বয় তৈরি করা যেতে পারে যা ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করতে পারে। একই সঙ্গে যারা এখন বাইরে আছে অথচ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না তাদের জন্যে এটা একটা সুযোগ।’ বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্পর্কে তিনি বলেন, ‘সাকিব চমৎকার ক্রিকেটার। বিশ্বের যেখানেই ও খেলে সেখানেই ভাল খেলে।’ আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি২০ বিশ^কাপ। এর আগেও বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি২০ ফরমেটে এশিয়া কাপ। আর সেজন্য নিজেদের টি২০ ক্রিকেটে মানিয়ে তোলা এবং বোঝার জন্য বড় অনুশীলন হিসেবে বিপিএলকে দেখছেন জাতীয় দলের মারমুখী ব্যাটসম্যান সাব্বির। তিনি বলেন, ‘এটা অনেক বড় একটা আসর, এরপর আমাদের বেশ কিছু টি২০ খেলা আছে, এশিয়া কাপ আছে, টি২০ বিশ্বকাপ আছে। আমরা এগুলোতে খেলতে যাওয়ার আগে এটা অনেকটা অনুশীলন ম্যাচের মত হচ্ছে। সব খেলোয়াড়রা খেলে সক্রিয় থাকবে। আমি হয়তো ৪/৫ নম্বরে খেলব। দলকে শেষ পর্যন্ত নিয়ে যাবার চেষ্টা করব।’ একটা সময় টি২০ ক্রিকেটের জন্য পারফেক্ট মনে করা হতো জিয়াউর রহমানকে। কিন্তু সেভাবে মেলে ধরতে না পেরে ছিটকে গেছেন। এবার বিপিএলকে তাই নিজের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এ বিষয়ে জিয়া বলেন, ‘হ্যাঁ এই বিপিএল আমার জন্য খুব ইম্পরটেন্ট। জাতীয় দলে ফেরার ক্ষেত্রে এটা আমাকে সুযোগ তৈরি করে দেবে। আমি অনেক চেষ্টা করেছি এবং পরিশ্রম করেছি নিজের উন্নতির জন্য। আশা করছি ভাল কিছু করতে পারব।’
×