ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিরোপায় দৃষ্টি ছয় দলেরই

প্রকাশিত: ০৬:১১, ২২ নভেম্বর ২০১৫

শিরোপায় দৃষ্টি ছয় দলেরই

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল-টি২০) তৃতীয় আসরের শিরোপা জিতে নিতে চায় সব দল। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, চিটাগাং ভাইকিংস, সিলেট সুপার স্টারস, বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলছে বিপিএলে। ৬টি দলের দৃষ্টিই শিরোপায়। তবে শিরোপার সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের লক্ষ্য টি২০ বিশ্বকাপেই। বিপিএল দিয়েই মূলত টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া শুরু হয়ে যাবে। এ টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের লক্ষ্যই থাকবে ব্যক্তিগত পারফর্মেন্স আরও উজ্জ্বল করে নেয়া। টি২০তে অনভ্যস্ততা যে আছে তা বিপিএলেই দূর করার চেষ্টা করবে জাতীয় দলের ক্রিকেটাররা। মুশফিকুর রহীমতো বলেই দিয়েছেন, ‘টি২০ বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেয়ার সেরা সুযোগ বিপিএল।’ অবশ্য টি২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপও হবে। যেটি টি২০ ফরমেটেই হবে এবার। এশিয়া কাপেও নিজেদের ঝালিয়ে নিতে পারবেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, নাসির, সৌম্য, সাব্বিররা। বিপিএল দিয়েই তার শুরু হচ্ছে। এ টুর্নামেন্টে খেলে নিজেদের ভুলত্রুটি ভালভাবে বুঝে নেবেন। শুধরে নেবেন। তা এশিয়া কাপে কাজে লাগাবেন। এরপর টি২০ বিশ্বকাপে ঝাপিয়ে পড়তে হবে। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে নামার আগে বিপিএলেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। লক্ষ্য যতই হোক টি২০ বিশ্বকাপ, আপাতত সব মনোযোগ বিপিএলের দিকেই থাকছে। সবার দৃষ্টিও থাকছে শিরোপার দিকেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যেমন বলেছেন, ‘আমাদের দলটা ভাল হয়েছে। আশা করছি অনেক ভাল কিছু করতে পারব।’ বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, ‘আশা করছি আমরা শিরোপা জিততে পারব। সবাই যদি ভালভাবে পারফর্ম করতে পারে তা সম্ভব।’ চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল জানান, ‘আমাদের দল অনেক ভাল হয়েছে। দল নিয়ে অনেক খুশি আমি। এ দল নিয়ে এখন চ্যাম্পিয়ন হতে চাই। চিটাগাংয়ের হয়েই খেলতে পেরে অনেক আনন্দিত আমি।’ সিলেট সুপার স্টারসের অধিনায়ক মুশফিকুর রহীম বলেছেন, ‘সবারই আশা থাকে শিরোপা জেতার। আমাদেরও তাই আছে। এখন পারফর্ম করতে পারলেই হল।’ ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেন, ‘দলে বেশ ভাল ক্রিকেটার আছে। এখনও যারা খেলা চালিয়ে যাচ্ছে এ রকম বিদেশী ক্রিকেটারও আছে। আশাকরি দলের সবাই ভাল ক্রিকেট খেলবে। মাঠে সর্বোচ্চ সততা বজায় রাখবে। সবাই জানে কার কি কাজ।’ কেউ শিরোপা জয়ের কথা সরাসরি বলেছেন। কেউ বা তা মনের ভেতর রেখেছেন। স্বাভাবিকভাবেই একটি দল যখন কোন টুর্নামেন্টে খেলতে নামে, যতই দুর্বল দল হোক; চাহিদা শিরোপাই থাকে। তবে শিরোপায় দৃষ্টি থাকলেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু টি২০ বিশ্বকাপের জন্য নিজেদের ঝালাই করে নেয়ার টুর্নামেন্ট হিসেবেই বিপিএলকে দেখছেন।
×