ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কের ব্রোনস্কের ৪৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে

প্রকাশিত: ০৫:২২, ২২ নভেম্বর ২০১৫

নিউইয়র্কের ব্রোনস্কের ৪৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে

একদিকে আলো ঝলমলে রূপ অন্যদিকে দারিদ্র্যের নির্মম কশাঘাত। বিনোদন আর অর্থনৈতিক কর্মকা-ে সদা প্রাণচাঞ্চল্যের শহর নিউইয়র্কে আলোর নিচেই রয়েছে অন্ধকার। শহরের দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোর বাসিন্দাদের এক দশকের স্বাস্থ্যগত তথ্য শুক্রবার তুলে ধরার পর দেখা গেছে, সেখানকার ৪৪ শতাংশেরও বেশি লোক বাস করছে দারিদ্র্যসীমার নিচে। এগুলো হলো নিউইয়র্কের সবচেয়ে উত্তরের এলাকা ব্রোনস্কের মরিসানিয়া ও ক্রোটোনা। খবর এএফপির। তথ্য মতে, মরিসানিয়া ও ক্রোটোনায় ১৬ কিংবা তার চেয়ে বেশি বয়সের প্রতি পাঁচজনে একজন বেকার। এটি নগরীর সর্বোচ্চ বেকারত্বের হার। এসব তথ্য ২০০৬ সালে সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল। তিনদিনের ট্র্যাফিক জ্যাম কেনিয়ার মোসাম্বায় তিনদিন পরে দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম খুলেছে শুক্রবার। বুধবার থেকে ভারি বৃষ্টিতে ও ভূমিধসে মোম্বাসার প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ কিলোমিটার লম্বা এই ট্রাফিক জ্যামে বহু চালক খাদ্য ও পানীয় ছাড়াই আটকে পড়েন। পরে মোম্বাসা প্রশাসন আরেকটি সমান্তরাল রাস্তা খুলে দেয়ায় পর কাটে এই যানজট।- ওয়েবসাইট পিতৃত্ব ছুটিতে জুকারবার্গ ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুুকারবার্গ দুই মাসের পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। ফেসবুক পেজে পোষা কুকুর বেস্ট ও একটি বেবি কেরিয়ারের ছবি দিয়ে তিনি লিখেছেন, এটি খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত। প্রিসিলা ও আমি দুজনেই আমাদের মেয়ের ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রিয় শিশুতোষ বই ও খেলনাও সংগ্রহ করেছি। গবেষণায় দেখা গেছে, কর্মজীবী বাবা-মা যখন তাদের সদ্যোজাত সন্তানের সঙ্গে থাকার জন্য ছুটি নেয় তা সন্তান ও পরিবারের জন্য খুবই ভাল ফল বয়ে আনে।- স্কাই নিউজ
×