ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আইএস অবস্থানে রাশিয়ার ব্যাপক বিমান হামলা

প্রকাশিত: ০৫:২১, ২২ নভেম্বর ২০১৫

সিরিয়ায় আইএস অবস্থানে রাশিয়ার ব্যাপক বিমান হামলা

সিরিয়ায় ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়ানো হয়েছে এবং দেশটিতে রুশ যুদ্ধবিমানের সংখ্যা ৬৯টিতে উন্নীত করা হয়েছে। এই হামলার মাত্রা আরও কয়েকদিনের মধ্যে আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে রাশিয়া। সিরিয়ার বিশেষ কয়েকটি এলাকায় বেছে বেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের গোপন আস্তানাগুলোর ওপর শুক্রবার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। খবর বিবিসির। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আইএসকে পরাজিত করতে হামলার চলমান মাত্রা যথেষ্ট নয়। রাশিয়ার অনেক কাজ করার আছে। পরবর্তী ধাপে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। তবে ‘পরবর্তী ধাপ’ কী হতে পারে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। যদিও পরে পুতিনের মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ায় স্থলসেনা মোতায়েনের বিষয়ে কোন কথা হয়নি। মস্কোয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার আকাশ থেকে এক সঙ্গে হামলা চালিয়েছে ৬৯টি রুশ যুদ্ধবিমান। এর আগে সংখ্যাটা ছিল ৪৪। প্যারিস হামলার পর সিরিয়ায় আরও ১৫টি যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। রাশিয়া জানিয়েছে, চতুর্থ দিনের মতো আইএসের অবস্থান লক্ষ করে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কাস্পিয়ান সাগরের যুদ্ধজাহাজগুলো থেকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা উদ্বেগের ॥ শাবানা ভারতে অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। দেশটির প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি বলেছেন, দেশজুড়ে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা খুবই উদ্বেগজনক এবং উগ্রপন্থীদের রুখতে হবে। তিনি শুক্রবার ওমেন ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া সামিটে এ কথা বলেছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। শাবানা বলেন, এই চক্রকে শুধুমাত্র মোকাবেলা করলেই চলবে না, ভিন্নমতের প্রতিও সম্মান দেখাতে হবে। পার্লামেন্টের সাবেক এই সদস্য বলেন, ভারতের মতো বহুত্ববাদী দেশে বৈসাদৃশ্য ও ভিন্নমতকে অবশ্যই সম্মান করতে হবে। তিনি আরও বলেন, অসহিষ্ণুতা চলছে। তবে প্রশ্ন হলো, রাষ্ট্র এই বিষয়টি কিভাবে মোকাবেলা করবে। দেশ জুড়ে এই চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে শাবানা একাই উদ্বেগ প্রকাশ করেনি। এই অসহিষ্ণুতা প্রকট আকার ধারণ করার প্রতিবাদে সম্প্রতি ৫০ জনেরও বেশি শিল্পী, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা তাদের রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দেন।
×