ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূগোল ও পরিবেশ

প্রকাশিত: ০৫:৩৮, ২১ নভেম্বর ২০১৫

ভূগোল ও পরিবেশ

(পূর্ব প্রকাশের পর) ৩৬. বন সংরক্ষণের যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে – র. পাহাড় ও খাস জমিতে বনের পরিমাণ বাড়ানো রর. কাঠভিত্তিক শিল্পকারখানা স্থাপন ররর. সড়ক, রেলপথ ও বাঁধের পাশে বনায়ন তৈরি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? ক) বৃহস্পতি খ) শনি গ) মঙ্গল ঘ) ইউরেনাস ৩৮. “জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।”-সজ্ঞাটি কে দিয়েছেন? ক) পার্ক খ) আর্মস গ) রিচার্ড হার্টশোন ঘ) আলেকডান্ডার হামবোল্ড ৩৯. কোন স্থানে কোন জিনিস/বস্তু আছে তার ওপর ভিত্তি করে কোন ধরনের মানচিত্র তৈরি করা হয়? ক) স্থানীয় খ) রাজনৈতিক গ) সামরিক ঘ) ঐতিহাসিক ৪০. দুরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কোন গ্রহ? ক) শুক্র খ) পৃথিবী গ) মঙ্গল ঘ) ইউরেনাস ৪১. এদেশে কৃষির সম্প্রসারণ সম্ভব- র. সরকারি সহযোগিতায় রর. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে ররর. বেসরকারি উদ্যোগে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪২. বায়ুমন্ডলের কোন স্তরে মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি বলে? র. স্ট্রাটোমন্ডল রর. মেসোমন্ডল ররর. চৌম্বকমন্ডল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৪৪.বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি ঘটে? ক) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায় খ) শুষ্কতা বৃদ্ধি পায় গ) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায় ঘ) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সমান থাকে ৪৫. কোনটি পরিবেশ টিকে থাকার প্রধান উপায়? ক) প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার খ) প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার গ) মানব সম্পদের যথাযথ ব্যবহার ঘ) বনজ সম্পদের যথাযথ ব্যবহার ৪৬. নিচের কোনটি বাংলাদেশের রপ্তানি পণ্য নয়? ক) পোশাক খ) চা গ) চিংড়ি ঘ) গম ৪৭. শহরে বস্তি গড়ে উঠে কেন? ক) আবাস সংকটের কারণে খ) বাসস্থান ব্যয়বহুল হওয়ায় গ) শহরের লোকজন দরিদ্র হওয়ায় ঘ) গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায় ৪৮. প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয়- ক) ভূগোল খ) পরিবেশ গ) সমাজ ঘ) সংস্কৃতি সারণিতে বিভিন্ন বছরের কাপড় উৎপাদন মিলিয়ন মিটার হিসেবে দেখানো হয়েছে। সারণি থেকে দুইটি প্রশ্নের উত্তর দাও: সাল কাপড় (মিলিয়ন মিটার) সুতা (মিলিয়ন কেজি) ১৯৯৯-০০ ১২.৪১ ৫৮.০০ ২০০০-০১ ১৪.৭৩ ৬০.৮২ ২০০১-০২ ১৬.১৪ ৬৫.৬৮ ৪৯. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য? ক) পৌর বসতি খ) অকৃষি গ্রামীণ বসতি গ) গ্রামীণ বসতি ঘ) ক ও খ উভয়ই ৫০. প্রতিটি দেশ ও মানুষ চায় – র. উন্নয়ন রর. কর্মসংস্থান ররর. জীবন যাত্রার মান উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (ক) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (গ)
×