ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারন বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৭, ২১ নভেম্বর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২২. মৌমাছি হুল ফুটালে কোনটি নিঃসৃত হয়? ক) মেলিটিন খ) ফরমিক এসিড গ) এ্যাপামিন ঘ) সবগুলো ২৩. হিমবাহ ও তুষার স্রোতে শতকরা কতভাগ পানি আছে? ক) ৫ ভাগ খ) ৪ ভাগ গ) ৩ ভাগ ঘ) ২ ভাগ ২৪. হৃৎপিন্ডে ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ উৎপন্ন হলে তাকে কী বলে? ক) হার্ট এ্যাটাক খ) হার্ট ব্লক গ) হার্টবিট ঘ) হার্ট ফেলিওর ২৫. ধমনি ও শিরার সংযোগস্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কোনটি গঠন করে? ক) কৈশিক জালিকা খ) পালমোনারি ধমনি গ) রক্তরস ঘ) পালমোনারি শিরা ২৬. নিচের কোনটি কাছের বস্তু দেখার কিন্তু দূরের বস্তু না দেখার ত্রুটি নয়? ক) ক্ষীণ দৃষ্টি খ) হ্রস্ব দৃষ্টি গ) মাইওপিয়া ঘ) হাইপারমটোপিয়া ২৭. বাদুর ও চামচিকার ডানা- র. উৎপত্তি ও গঠনগত দিক থেকে ভিন্ন রকম রর. পরিবেশের প্রভাবে একই রকম কাজ করে ররর. বিবর্তনকে সমর্থন করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. অম্লের বৈশিষ্ট্য হচ্ছে- র. টক স্বাদযুক্ত রর. নীল লিটমাসকে লাল করে ররর. অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. ভিটামিন ‘'ঈ’এর উৎস- ক) ডিম খ) আমলকি গ) দুধ ঘ) কলা ৩০. ভিটামিন সি কোন এসিড? ক) অক্সালিক এসিড খ) এসকরবিক এসিড গ) সাইট্রিক এসিড ঘ) নাইট্রিক এসিড ৩১. মাটি সংরক্ষণের অন্যতম কৌশল কী? ক) কলকারখানা স্থাপন না করা খ) গাছ না কাটা গ) বেশি করে গাছ লাগানো ঘ) ময়লা আবর্জনা মাটিতে না ফেলা ৩২. কার্ডিং ও কম্বিং- র. সুতা সংগ্রহের অন্যতম একটি ধাপ রর. ব্যবহার অনুপযোগী অতিছোট তন্তু বাদ দিতে ব্যবহৃত হয় ররর. সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. সুষম খাদ্য তালিকায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? ক) প্রোটিন খ) কার্বোহাইড্রেট গ) লিপিড ঘ) মিনারেলস ৩৪. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া? ক) ২২ খ) ২৩ গ) ২৪ ঘ) ২৬ ৩৫. সর্বপ্রথম টেস্টটিউব বেবি করেন কোন বিজ্ঞানী? ক) ড. ওয়াটেসন খ) ড. প্যাট্রিক স্টেপটো গ) ড. রর্বাট এডওয়ার্ড ঘ) ড. পেট্রসি ৩৬. পানিদে এসিডের পরিমাণ খুব বেড়ে গেলে কোন মৌলটির ঘাটতি জলজ প্রাণীদের দুর্বল করে ফেলে? ক) ঘ খ) ঘধ গ) ঈধ ঘ) ঙ ৩৭. একজন পূর্ণবয়স্ক পুরুষের খাদ্য তালিকায় দৈনিক কী পরিমাণে আলু থাকা উচিত? ক) ৫৮ গ্রাম খ) ৮৮ গ্রাম গ) ১১২ গ্রাম ঘ) ১১৬ গ্রাম ৩৮. পৃথিবীতে যত প্রকার তরল পদার্থ পাওয়া যায় তার মধ্যে কোনটি সবচেয়ে সহজলভ্য? ক) পেট্রোল খ) পানি গ) দুধ ঘ) গ্লিসারিন ৩৯. অতিরিক্ত স্নেহ পদার্থ- ক) রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায় খ) বেশি শক্তি উৎপন্ন করে গ) চর্ম রোগ প্রতিরোধ করে ঘ) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ৪০. কীসের অভাবে চামড়া শুষ্ক ও খসখসে ভাব ধারণ করে? ক) শর্করা খ) আমিষ গ) স্নেহ পদার্থ ঘ) ভিটামিন ৪১. প্যারাসুটের কাপড় প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোনটি? ক) ডেক্রন খ) পলিস্টার গ) নাইলন ঘ) পলিপ্রপিলিন ৪২. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া কী ধরনের পরিবর্তন? ক) শারীরিক খ) আচরণগত গ) অভ্যাসগত ঘ) মানসিক ৪৩. মাটি থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম চলে যায় তখন ঢ়ঐ এর মান কত এর কম হয়? ক) আট খ) ছয় গ) তিন ঘ) দুই ৪৪. লিম্ফোসাইট কোথায় তৈরি হয়? ক) অস্থিমজ্জায় খ) পেশিতে গ) টনসিলে ঘ) যকৃতে ৪৫.পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? র..ভিটামিন ‘অ’ রর .ভিটামিন ‘ই’ কমপ্লেক্স ররর. ভিটামিন ‘ঈ’ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটার লোহিত রক্ত কণিকার সংখ্যা কত? ক) ৪.৫-৫.৫ লাখ খ) ৩-৫ লাখ গ) ৮০-৯০ লাখ ঘ) ৪-৫ লাখ ৪৭. নিচের কোনটি থায়ামিন অভাবজনিত রোগ? ক) রাতকানা খ) চোখে ছানিপড়া গ) খাওয়া অরুচি ঘ) রক্তশূন্যতা ৪৮. ঢ়ঐ মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে কোনটি বাইরে চলে আসে? ক) ম্যাগনেসিয়াম খ) ক্যালসিয়াম গ) আয়রন ঘ) সোডিয়াম অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও কৃষককে ইব্রাহিম তার জমির মাটির পরীক্ষা করে দেখল মাটির প্রকৃতি এসিডিক। ৪৯. কোনটি পোড়ালে ইড়ৎধী ইবধফ এর মত বীড গঠিত হয়? ক) ৭ খ) ৩ গ) ৬ এর বেশি ঘ) ৩ এর কম ৫০. অবতল লেন্সের আকৃতি কিরূপ? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) রর ও ররর সঠিক উত্তর ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (খ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (ঘ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (গ) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ঘ) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (খ) ৫০. (খ)
×