ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্গী বেছে নিতে নৃত্য

প্রকাশিত: ০৫:৩০, ২১ নভেম্বর ২০১৫

সঙ্গী বেছে নিতে নৃত্য

গানের পাখিরা নিজেদের সঙ্গী বেছে নিতে গানের পাশাপাশি নৃত্যও করে থাকে। জাপানের এক পাখি বিশেষজ্ঞের সাম্প্রতিক গবেষণায় এটি দেখা গেছে। হোক্কাইডু ইউনিভার্সিটির মাসাও সোমা সম্প্রতি পাখিদের নিয়ে কিছু কাজ করেছেন। তিনি দেখেছেন কর্ডন ব্লিউ নামে নীল গলাবিশিষ্ট এক ধরনের গানের পাখি স্ত্রী-পুরুষ সঙ্গী খোঁজার জন্য বিশেষ ভঙ্গীমায় নেচে থাকে। বিশেষ ভিডিও ক্যামেরায় তিনি এগুলো রেকর্ড করেন। মাথা উঁচু ও নিচু করে পা উপরে নিচে তুলে পাখিগুলো বেশ নেচে থাকে। -এনিমেল নিউজ অনলাইন।
×