ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী হামলার শিকার শীর্ষ দেশগুলোর মধ্যে ভারত ষষ্ঠ

প্রকাশিত: ০৫:৩০, ২১ নভেম্বর ২০১৫

সন্ত্রাসী হামলার শিকার  শীর্ষ দেশগুলোর মধ্যে ভারত ষষ্ঠ

২০১৪ সালে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার হওয়া দেশগুলোর শীর্ষ ১০-এর মধ্যে ভারতের অবস্থান ষষ্ঠ। তবে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় নিহত অর্ধেকের বেশি মানুষের মৃত্যুর জন্য ইসলামিক স্টেট (আইএস) ও বোকো হারাম জঙ্গীগোষ্ঠীকে দায়ী করা হয়েছে। ১৬২টি দেশের মধ্যে ভারত ষষ্ঠ বলে সম্প্রতি প্রকাশিত বিশ্ব সন্ত্রাস সূচক-২০১৫ (জিটিআই) এর তৃতীয় সংস্করণে জানানো হয়। এ তালিকায় ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান রয়েছে দুই ধাপ আগে, চার নম্বরে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৫ নম্বরে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে ভারতে সন্ত্রাসের শিকার হয়ে নিহতদের সংখ্যা ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ বছরে নিহতের সংখ্যা ৪১৬, যা ২০১০ সালের পর সর্বোচ্চ। ওয়াশিংটন ভিত্তিক এ প্রতিষ্ঠানের প্রতিবেদন জানানো হয়, ২০১৪ সালে দেশটিতে মোট ৭৬৩টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০১৩ সালের তুলনায় এ বছরে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। ২০১৪ সালে দেশটিতে কোনো আত্মঘাতী হামলার ঘটনা ঘটেনি। তবে আগের বছর ২০১৩ সালে হিজবুল মুজাহিদিন ভারতে আত্মঘাতী বোমা হামলা চালায়। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বিশ্বে সন্ত্রাসী হামলায় ৫১ শতাংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী জঙ্গীগোষ্ঠী আইএস ও বোকো হারাম। ২০১৪ সালে বিশ্বে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৮০ শতাংশ। এ সময়ে নিহতের সংখ্যা ৩২ হাজার ৬৫৮ জন। -এনডিটিভি
×