ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থায় বার্নিকাটের সন্তোষ

প্রকাশিত: ০৮:২৪, ২০ নভেম্বর ২০১৫

বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থায় বার্নিকাটের সন্তোষ

কূটনৈতিক রিপোর্টার ॥ বিদেশীদের নিরাপত্তায় সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এছাড়া বাংলাদেশের টেলিযোগাযোগ খাত উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি। ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত বার্নিকাট বৃহস্পতিবার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল পরিবেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে জানান, তার দেশ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে অব্যাহত সহায়তা দিয়ে যাবে। মার্কিন রাষ্ট্রদূত বিদেশী নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।
×