ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিল্লীতে আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবের পর্দা নামল

প্রকাশিত: ০৮:০২, ২০ নভেম্বর ২০১৫

দিল্লীতে আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবের পর্দা নামল

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, নয়াদিল্লী থেকে ॥ ভারতের নয়াদিল্লীতে আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবের পর্দা নামল বৃহস্পতিবার। এই রাতে লোদি রোডের লোককলা মঞ্চে চারটি দলের নাটক মঞ্চস্থ হয়। এরপরই উৎসবের সমাপনী টানা হয়। সমাপনীতেও অন্বেষণ বিক্রমপুরের প্রযোজনা ‘মৃত্তিকার ফুল’ নাটকের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। উদ্বোধনীতে ‘মৃত্তিকার ফুল’ মঞ্চস্থ হওয়ার পর সকল দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। নয়াদিল্লীর নাট্যাঙ্গনে এটি বিরল ঘটনা। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন আইআরসিটির সেক্রেটারি সিসি দোয়েল। বাংলাদেশের এ নাটকের নির্দেশনা দিয়েছেন রচয়িতা জাহাঙ্গীর আলম ঢালী। পুরো নাটকে একক অভিনয় করেছেন নিপা আক্তার। বাংলাদেশ পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সার্বিক সহায়তায় ‘অন্বেষণ বিক্রমপুর’ এই উৎসবে অংশ নেয়। এ উৎসবের আয়োজন করেছে নিপা (ন্যাশনাল ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস) ও লোককলা মঞ্চ। সমাপনীতে আরও অংশ নেন সংগঠনটির সভাপতি কেএম লাল, সাধারণ সম্পাদক বিএমডি আগরওয়াল, লোককলা মঞ্চের সাধারণ সম্পাদক উদয় বীর সিংসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারের উৎসবে বাংলাদেশসহ আটটি দল অংশ নেয়।
×