ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাবি নয়াদিল্লীর সাবেক পুলিশ কমিশনারের

৯/১১ হামলার অর্থের কিছু এসেছিল ভারত থেকেও

প্রকাশিত: ০৫:৫৯, ২০ নভেম্বর ২০১৫

৯/১১ হামলার অর্থের কিছু এসেছিল ভারত থেকেও

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার অর্থের কিছু অংশ জোগাড় করা হয়েছিল ভারত থেকে। এমনই দাবি করেছেন ভারতের সাবেক সিবিআই কর্মকর্তা ও নয়াদিল্লীর সাবেক পুলিশ কমিশনার নীরজ কুমার। এক সন্ত্রাসীর বয়ানের ভিত্তিতে এমন দাবি করেছেন বলে নিজের কর্মজীবনের উপরে লেখা একটি গ্রন্থে জানিয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া ও এক্সপ্রেস ট্রিবিউনের। সাবেক এই পুলিশ কমিশনার বলেন, এই অর্থের জোগাড় হয় লোক অপহরণের মাধ্যমে এবং সন্ত্রাসী ওমর শেখ এই অর্থ মূল হামলাকারী মোহাম্মদ আতার হাতে পৌঁছে দেন। ১৯৯৯ সালে ভারতীয় যাত্রীবাহী বিমান অপহরণ করে আফগানিস্তানের কাবুলে নিয়ে গিয়ে মুক্তিপণ হিসেবে সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই- মোহাম্মদের প্রধান মাসুদ আজহার ও তার অনুচর ওমর শেখকে মুক্ত করে সন্ত্রাসীরা। শখ ও আতার মধ্যে অর্থের বিনিময় সরাসরি হয়নি। সেখানে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল জঙ্গী আফতাব আনসারীকে। এই আনসারী ২০০২ সালের জানুয়ারি মাসে কলকাতার আমেরিকান সেন্টারে হামলা চালানোর দায়ে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের একটি জেলে বন্দী রয়েছে। ১৯৭৬ সালে পাস করা আইপিএস অফিসার নীরজ সন্ত্রাসী সংগঠন হরকত-উল মুজাহিদীনের সদস্য আসিফ রেজা খানের থেকে এসব তথ্য জেনেছেন বলে বইতে লিখেছেন। তিনি লিখেছেন, আসিফ বলেছে, তার বস আনসারী খাদিম সুজের চেয়ারম্যান ও এমডি পার্থপ্রতিম রায় বর্মণকে অপহরণ করে এক লাখ মার্কিন ডলার মুক্তিপণ আদায় করে।
×