ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলমগীরের কিডনি প্রতিস্থাপনে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫১, ২০ নভেম্বর ২০১৫

আলমগীরের কিডনি প্রতিস্থাপনে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ কিডনিরোগে আক্রান্ত আলমগীর হোসেনের (২৭) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর মা-বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাধীন পুরানগাঁও গ্রামে তার বাড়ি। বর্তমানে তিনি ইসলামী ব্যাংক সেন্ট্্রাল হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ সৈয়দ ফজলুর ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাকে সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করাতে হয়। সপ্তাহে একবার ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনে পরীক্ষার মাধ্যমে তার শরীরে দিতে হয়। গত তিন মাস ধরে তার চিকিৎসা চলছে। রোগীর মা-বাবার আর্থিক অবস্থা ভাল না। চিকিৎসার পেছনে সহায়সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, আলমগীরের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মা-বাবা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন রোগীর এই মোবাইল নম্বরে-০১৭২৫০৩৪১৬৮। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-আলমগীর হোসেন, জনতা ব্যাংক, সরারচর শাখা, কিশোরগঞ্জ, হিসাব নং ৯৫৯৩। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×