ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ নভেম্বর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. আলোর তীব্যতার হ্রাস-বৃদ্ধির বুঝিয়ে দেয় কোনটি? ক) রেটিনা খ) রড কোষ গ) চক্ষুলেন্স ঘ) কোণ কোষ ২১. সুষম খাদ্যের তালিকায় থাকা প্রয়োজন- র. দেহগঠনকারী খাদ্য রর. শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য ররর. প্রতিরক্ষামূলক খাদ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. পাখির অগ্রপদ কোন কাজে ব্যবহৃত হয়? ক) উড়ার কাজে খ) হাঁটার কাজে গ) খাদ্য সংগ্রহের কাজে ঘ) আত্মরক্ষার জন্য ২৩. জলজ উদ্ভিদের কা- অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ কেমন হয়? ক) খুব শক্ত খ) খুব নরম গ) বেশ মোটা ঘ) সামান্য নরম ২৪. প্লাটিপাস কোন ধরনের প্রাণীদের যোগসূত্র স্থাপন করে? ক) সন্ধিপদী খ) সরীসৃপ গ) পাখি ঘ) স্তন্যপায়ী ২৫. ফসফরাসের প্রধান কাজ কী? ক) অস্থি ও দঁাঁত গঠন করা খ) রক্ত সঞ্চালন গ) পেশির সঞ্চালনে সহায়তা করা ঘ) হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা ২৬. জীব সৃষ্টির শুরুতে পৃথিবীর বায়ুম-লে প্রচুর পরিমাণে ছিল- র. হাইড্রোজেন সালফাইড রর. কার্বন ডাই-অক্সাইড ররর. জলীয় বাষ্প নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. গাড়ির লেন পরিবর্তনের পূর্বে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখা উচিত? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ২৮. নিচের কোনটির কারণে দূরদৃষ্টি ত্রুটি দেখা দেয়- ক) চোখের অভিসারী লেন্সের ক্ষমতা বেড়ে গেলে খ) চোখের লেন্সের ফোকাস বেড়ে গেলে গ) অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে ঘ) চোখের অভিসারী ক্ষমতা কমে গেলে ২৯. কোন তন্তুর বেলায় কার্ডিং ও কম্বিং ধাপটি প্রয়োগ করা হয়? ক) তুলা খ) রেশম গ) নাইলন ঘ) টেফলন ৩০. প্রাণীদেহের গঠন প্রোটিন অপরিহার্য। কারণ- র. প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% প্রোটিন রর. দেহের অস্থি, পেশি, রোম, পাখির পালক, নখ প্রভৃতি প্রোটিন দিয়ে তৈরি হয় ররর. কোষের গঠন এবং কার্যাবলি প্রোটিনের সাহায্য নিয়ন্ত্রিত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১. ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালে- র. কল্পনাপ্রবণ হয় রর. আকর্ষণপ্রবণ হয় ররর. পরিপাটি হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩২. বুড়িগঙ্গার পানি দূষণের প্রধান কারণ কোনটি? ক) সার কারখানা খ) কাগজ তৈরি কারখানা গ) চামড়া তৈরির কারখানা ঘ) চিনি কল ৩৩. প্রতি ১০০ সষ রক্তে লৌহের পরিমাণ কত? ক) ২০ মস খ) ৩০ মস গ) ৪০ মস ঘ) ৫০ মস ৩৪. কন্যাসন্তানের জন্মের জন্য পুরুষ দায়ী কেন? ক) স্ত্রী ণ ক্রোমোজোম ধারণ করে বলে খ) স্ত্রী শুধু অ ক্রোমোজোম ধারণ করে বলে গ) শুধু পুরুষ ণ ক্রোমোজোম ধারণ করে বলে ঘ) শুধু পুরুষ ঢ ক্রোমোজোম ধারণ করে বলে ৩৫. সমসংস্থ অঙ্গ- র. বাদুড়ের ডানা রর. মানুষের হাত ররর. বিড়ালের পা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. পানির সবচেয়ে বড় উৎস কোনটি? ক) ঝর্ণা খ) সমুদ্র গ) নদী-নালা ঘ) পুকুর ৩৭. ঢ়ঐ মান খুব কমে গেলে কোনটি বাঁচাতে পারে না? ক) পোনা মাছ খ) রুই মাছ গ) কাতলা মাছ ঘ) ইলিশ মাছ ৩৮. নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণ চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখ-ে আনা হয়? ক) মৌলভীবাজার খ) গাইবান্ধা গ) কুমিল্লা ঘ) সাতক্ষীরা ৩৯. বি এম আই-এর সূত্র হচ্ছে- ক) দেহের ওজন (কেজি) + [ দেহের উচ্চতা (মিটার)]২ খ) দেহের ওজন (গ্রাম) + [দেহের উচ্চতা (মি.মি)] ২ গ) দেহের উচ্চতা (মিটার) + [ দেহের ওজন (কেজি)] ২ ঘ) দেহের প্রশস্ততা (মিটার) + [দেহের ওজন (কেজি)]২
×