ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিজ খেলতে ভারত গেল যুব ক্রিকেটাররা

প্রকাশিত: ০৫:২১, ১৯ নভেম্বর ২০১৫

সিরিজ খেলতে ভারত গেল যুব ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে দেশের মাটিতে সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। জিম্বাবুইয়ানদের ৪-০ ব্যবধানে সিরিজে হারিয়েছে যুবারা। হোয়াইটওয়াশ করেছে। এ নৈপুণ্য পুঁজি করেই বুধবার সন্ধ্যায় ভারত গেল বাংলাদেশ যুবারা। সেখানে ভারত ও আফগানিস্তানের সঙ্গে তিন জাতি সিরিজ খেলবে। ডাবল-লীগ পদ্ধতিতে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এরপর ২২ নবেম্বর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে যুবারা। দ্বিতীয় পর্বে আগামী ২৪ ও ২৫ নবেম্বর যথাক্রমে ভারত ও আফগানিস্তানের সঙ্গে পুনরায় খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নবেম্বর। দলের নেতৃত্বে থাকছেন মেহেদি হাসান মিরাজ। তার ডেপুটি হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এ বছর বাংলাদেশ দল টানা চারটি সিরিজ জিতে। বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে ৩-২-এ জয়। এপ্রিলে ঘরের মাঠে আফ্রিকা যুব দলকে ৬-১ ব্যবধানে হারানোর পর দুই মাসের ব্যবধানে আফ্রিকা সফরে গিয়ে স্বাগতিকদের ৫-২ ব্যবধানে হারিয়ে দেশে ফেরে যুবারা। সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুইয়ের বিপক্ষে হোম সিরিজেও ৪-০তে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ভারত সফরেও আত্মবিশ্বাসী মিরাজ। তিনি বলেন, ‘সদ্য শেষ হওয়া জিম্বাবুইয়ে সিরিজটা অসাধারণ কেটেছে। আমাদের কিছু খেলোয়াড় ফর্মে ফিরেছে। আশা করি এই পারফর্মেন্স ভারত সফরে কাজে দেবে। ভারতের মতো দলের সঙ্গে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে আমাদের আত্মবিশ্বাস অনেক উপরে থাকবে। যেটা বিশ্বকাপে কাজে দেবে।’ বাংলাদেশ অনুর্ধ-১৯ স্কোয়াড ॥ মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), জয়রাজ শেখ, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান (উইকেটরক্ষক), শফিউল হায়াত, সাইদ সরকার, মেহেদি হাসান, মোহাম্মদ আব্দুল হালিম, সাইফউদ্দিন, সালেহ আহমেদ শাওন গাজী, আরিফুল ইসলাম, সানজিত সাহা ও রিফাত প্রধান।
×