ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরাপত্তা নিয়ে ভাবার সময় নেই ॥ অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৮:১৫, ১৭ নভেম্বর ২০১৫

 নিরাপত্তা নিয়ে ভাবার সময় নেই ॥ অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের মাটিতে পা রেখেই জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করলেন অস্ট্রেলিয়া ফুটবল দলের কোচ আঞ্জে পোস্তেকোগলু। বলেন, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। আমরা বাংলাদেশে এসেছি। এখন খেলতে হবে, ম্যাচ জিততে হবে। জয়ের বিকল্প কিছু ভাবছি না। এটাই এখন আমার মূল চিন্তা। আমরা গ্রুপপর্বে আমাদের ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েছি। এখানেও আমরা জেতার জন্যই খেলব। আশা করি আমরা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারব। গত ম্যাচে আমরা কিরগিজস্তানকে ৩ গোলে হারিয়েছি। ফলে খেলোয়াড়দের মনোবল তুঙ্গে। বাংলাদেশকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় জর্দানকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে উঠব আমরা। অনুশীলন প্রসঙ্গে বলেন, কিরগিজস্তানের সঙ্গে ম্যাচের পর সিঙ্গাপুরে আমরা অনুশীলন করেছি। দলের ক্যাপ্টেন মিলে জেডিনাক বলেন, আমরা পূর্ণ পয়েন্টের জন্যই খেলব। হোমগ্রাউন্ডে বাংলাদেশ ভাল খেলার চেষ্টা করবে। আমরা সেই ভালটাকে মোকাবেলা করেই জয় ছিনিয়ে নেব। দলে ছোটখাটো ইনজুরি সমস্যা থাকলেও সেটাকে বড় করে দেখছেন না তিনি। বলেন, দলের দু’জন খেলোয়াড় ইনজুরির সমস্যায় ভুগলেও বড় কোন সমস্যা হবে না। জেডিনাক আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আগেও জিতেছি, এবারও জিতব। বাংলাদেশের খেলা সম্পর্কে আমাদের ধারণা আছে। কোন দলের হোমগ্রাউন্ডে কিভাবে খেলে তাদের মোকাবেলা করতে হয় সেটা আমাদের জানা আছে। আশা করি জয় নিয়েই মাঠ ছাড়তে পারব। সোমবার রাতে রাজধানীর স্থানীয় একটি হোটেলে মিডিয়ার মুখোমুখি হয়ে এসব কথা বলেন অস্ট্রেলিয়া ফুটবল দলের কোচ ও অধিনায়ক। সোমবার রাত সাড়ে আটটায় সিঙ্গাপুর থেকে ভাড়া করা একটি বিমানে অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কড়া নিরাপত্তায় তাদের হোটেল ওয়েস্টিনে নিয়ে যাওয়া হয়।
×