ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবধান-সিগন্যাল অমান্য করলে গুলি

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ নভেম্বর ২০১৫

সাবধান-সিগন্যাল অমান্য করলে গুলি

স্টাফ রিপোর্টার ॥ সাবধান! পুলিশ সঙ্কেত দেয়ামাত্রই গাড়ি থামাতে ভুল করবেন না। যদি ভুলেও সিগন্যাল অমান্য করে গাড়ি চালিয়ে যান, তাহলে খেসারত দিতে হবে। গুলি খেতে হবে। সোমবার রাজধানীর উত্তরায় এমনই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। পুলিশের চেকপোস্টে সঙ্কেত দেয়ার পর না থামায় শটগানের গুলি করেছে পুলিশ। পরে ধাওয়া করে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। যদিও ওই গাড়িতে অবৈধ কিছু পাওয়া যায়নি। রাজধানীর উত্তরা-৭ নম্বর সেক্টরে একটি চেকপোস্টে বেলা ১১টায় এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক ধাওয়া করে ৫ নম্বর সেক্টর থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুরে আলম জানান, গাড়িটি আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর মালিককে খোঁজ করা হচ্ছে। গাড়িতে কারা ছিল পুলিশ তাদের আটকের চেষ্টা করছে। জানা যায়, পুলিশের ধাওয়া খেয়ে চালক প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর তুলে দেয়। এতে কয়েকজন আহতও হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে গাড়ির ভেতরে স্কলাস্টিকা স্কুলের একটি ছেলের ড্রেস পাওয়া গেছে। গাড়িটির কাগজপত্রে এএসএম আতিক নামে সুপ্রীমকোর্টের আইনজীবীর নাম পাওয়া গেছে। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মঈনুল ইসলাম বলেন, বেলা ১১টায় জসীমউদ্দীন মোড়ে পুলিশের চেকপোস্টে বিমানবন্দর এলাকা থেকে আসা দ্রুতগামী সাদা রঙের একটি প্রাইভেটকার আসে। কারটিকে থামানোর জন্য সঙ্কেত দেয় পুলিশ। কিন্তু চালক কারটি না থামিয়ে পালিয়ে যায়। গাড়িটিকে ধাওয়া দিলে রাজলক্ষ্মী এলাকার ব্যারিকেড ভেঙে ৫ নম্বর সেক্টরের দিকে পালিয়ে যায়। এ সময় পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এরপর ৫ নম্বর সেক্টরের ৯৯ নম্বর সড়কের ২৬ নম্বর বাসার সামনে প্রাইভেটকারটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়। এদিকে রাতেও টঙ্গী-আব্দুল্লাহপুর এলাকাতে একই কায়দায় একটি গাড়িকে গুলি করতে উদ্যত হলে চালক সেটা থামিয়ে দেয়। তবে তাকে গুলি না করলেও কাগজপত্র চেক করে জরিমানা করা হয়।
×