ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মুখোশের অন্তরালে’ শীর্ষক কারুশিল্প প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩১, ১৭ নভেম্বর ২০১৫

‘মুখোশের অন্তরালে’ শীর্ষক কারুশিল্প প্রদর্শনী উদ্বোধন

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘মুখোশের অন্তরালে’ শীর্ষক পাঁচ শিল্পীর কারুশিল্প প্রদর্শনী। কারুশিল্পের অন্যতম প্রকাশ মাধ্যম মুখোশের মাধ্যমে ভাব প্রকাশের ক্ষুদ্র চেষ্টায় একদল কারুশিল্পীর উদ্যোগে প্রথমবারের মত এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বনামধন্য কারুশিল্প বিশেষজ্ঞ শিল্পী চন্দ্র শেখর সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন নিসার হোসেন, কারুশিল্প বিভাগের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সোনারগাঁওয়ের ডিভাইন আর্ট গ্যালারি প্রোপাইটার নূর মোহাম্মদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রদর্শনীতে অংশ নেয়া পাঁচ শিল্পী নামিহা ফারজানা, সবুজ দাস, সজিব পাল, তুষার দে ও জাকির হোসেন। প্রদর্শনীটি চলবে আগামী ২২ নবেম্বর পর্যন্ত। কাল থেকে আসছে দীপ্ত টিভি স্টাফ রিপোর্টার ॥ ব্যতিক্রমধর্মী নানা ধরনের বিনোদন অনুষ্ঠান ও সংবাদ প্রচারের অঙ্গীকারে আগামীকাল বুধবার থেকে ‘আলোয় ভুবন ভরা’ সেøাগানে দীপ্ত টিভির সম্প্রচার শুরু হচ্ছে। টিভি চ্যানেল বিমুখ দর্শকদের দেশীয় চ্যানেলে ফিরিয়ে আনতে দীপ্ত টিভি নিয়ে আসছে রকমারী গল্পের অনন্য সব মেগা সিরিয়াল। যা সপ্তাহে ৬ দিনই প্রচার হবে। শিশুদের জন্য থাকছে কার্টুন, কৃষির বিভিন্ন বিষয় নিয়ে থাকছে ধারাবাহিক অনুষ্ঠান, থাকছে সঙ্গীতানুষ্ঠান, মর্নিং শো প্রভৃতি। এ উপলক্ষে সোমবার ডেইলি স্টার ভবন মিলনায়তনে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজী মিডিয়া লিমিটেডের এমডি কাজী জাহেদুল হাসান, সিওও কাজী উরফী আহমেদ, হাসিবুল ইসলাম রাসেল, চ্যানেলের বার্তা বিভাগের প্রধান নাজমুল আশরাফ প্রমুখ।
×