ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪

প্রকাশিত: ০৪:১৯, ১৭ নভেম্বর ২০১৫

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সোমবার সড়ক দুর্ঘটনায় গাজীপুরে পুলিশ, ঝালকাঠিতে জেএসসি পরীক্ষার্থী, কুমিল্লায় মোটরসাইকেল চালক ও ফরিদপুরে বাক প্রতিবন্ধী নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- গাজীপুর ॥ শ্রীপুরে সোমবার কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। তার নাম মোঃ রুহুল আমিন (৪৫)। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নূর হোসেনের ছেলে রুহুল আমিন মাওনা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এমসি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন রুহুল আমিন। দুপুর সোয়া ১২টার দিকে সে ময়মনসিংহগামী মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির পণ্যবাহী একটি কাভার্ডভ্যানকে থামতে সঙ্কেত দেয়। এ সময় ভ্যানচালক গাড়ি না থামিয়ে ওই পুলিশ সদস্যকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। পরে পুলিশ প্রায় এক কিলোমিটার ধাওয়া করে কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ঝালকাঠি ॥ রাজাপুরে সড়ক দুর্ঘটনায় সিজলী আক্তার (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত ও চারজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকাল ৯টায় ঝালকাঠি-ভা-ারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বলাইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজলী গালুয়া এসকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। কুমিল্লা ॥ সড়ক দুর্ঘটনায় সুমন (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন নগরীর কাপ্তানবাজার এলাকার ইউনুছ মিয়ার পুত্র। ফরিদপুর ॥ ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বাক প্রতিবন্ধী শিশু মোঃ বশির (১০)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়েকে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে নগরকান্দার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামের পাঁচু মিয়ার ছেলে। টঙ্গীবাড়িতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতিপাড়া গ্রামে পানিতে ডুবে কোরিয়া প্রবাসী মিলন বেপারির দুই ছেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মিলনের দুই ছেলে লিমন (৫) ও ইমন (৩) বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের খোঁজ করলে মৃতদেহ পানিতে ভেসে থাকতে দেখে বাড়ির লোকজন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ দম্পতির দুই সন্তানই একসঙ্গে মৃত্যুতে পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
×