ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনুমোদিত মূলধন বাড়াবে ফার ইস্ট নিটিং

প্রকাশিত: ০৪:০৯, ১৭ নভেম্বর ২০১৫

অনুমোদিত মূলধন বাড়াবে ফার ইস্ট নিটিং

বস্ত্র খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং এ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ কোম্পানি ১৫০ কোটি টাকা মূলধন বাড়াবে। এতে কোম্পানির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা থেকে বেড়ে ৩০০ কোটি হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কোম্পানি প্রতিমাসে ১০ লাখ টি-শার্ট উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। এ জন্য ব্যয় হবে ২৬ কোটি টাকা। আর আগামী ২৩ ডিসেম্বর কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির ফার ইস্ট নিটিং ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার প্রথম প্রান্তিকে যমুনা অয়েলের ইপিএস ৫ দশমিক ২৯ প্রথম প্রান্তিকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ৬ টাকা ৪৪ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×