ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ নভেম্বর ২০১৫

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

সংস্কৃতি ডেস্ক ॥ কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, অভিনেত্রী জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, মৌসুমী চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সব্যসাচী চক্রবর্তী ও যিশু সেনগুপ্ত। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আসরে অমিতাভ বচ্চন বলেন, এ দেশের বহুত্ব, সংস্কৃতি নিয়ে এখন প্রশ্ন উঠছে। গোঁড়া ধ্যানধারণা দুনিয়াকে খানখান করে দিচ্ছে। এই পটভূমিতে বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য এক ধরনের রক্ষাকবচ। তাঁর মতে বাংলা চলচ্চিত্র বরাবরই শিখিয়েছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই মানবতা। এ দেশ বরাবরই বৈচিত্র্যময় সমাজে বিশ্বাস রেখেছে। বাংলা চলচ্চিত্র বিশেষ করে মেধাগত সংহতি ও খোলা মনের কথা বলেছে।
×